স্থানীয় সরকার নয় জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে: ইসি মাছউদ

ধামরাই (ঢাকা) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৪২| আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৪৫
অ- অ+

সরকারের সংস্কার প্রক্রিয়া, ভোটার তালিকা হালনাগাদ, সরকারের প্রস্তুতি- এসব বিবেচনা থেকে বলা যায় স্থানীয় সরকার নির্বাচনের পর জাতীয় নির্বাচন আগামী ডিসেম্বর-জানুয়ারিতে করা অসম্ভব। এমনই মন্তব্য নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদের। তবে তিনি বলেছেন, প্রধান উপদেষ্টার বক্তব্যকে ভিত্তি করে নির্বাচন কমিশন স্থানীয় সরকার নয় জাতীয় নির্বাচন সামনে রেখে কাজ করছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে ঢাকার ধামরাই উপজেলা নির্বাচন কার্যালয় পরিদর্শনের পর সাংবাদিকদের কথা জানান নির্বাচন কমিশনার।

আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘প্রধান উপদেষ্টাসহ দায়িত্বশীল সবাই বলেছেন ডিসেম্বরের মধ্যেই সংসদ নির্বাচন হবে। কাজেই আমাদের প্রধান লক্ষ্য সংসদ নির্বাচন, স্থানীয় নির্বাচনের কথা এই মুহূর্তে আমরা চিন্তাভাবনা করছি না।

নির্বাচন কমিশনার বলেন, ‘স্থানীয় নির্বাচনের যে সংস্কার প্রক্রিয়া চলছে, তাতেও কিন্তু এই নির্বাচনের জন্য সরকারের কোনো নির্দেশনা আমাদের কাছে আসেনি। ছাড়া স্থানীয় নির্বাচন ধাপে ধাপে করতে গিয়ে অনেক সময় এক বছর লেগে যায়। এই মুহূর্তে যদি আমরা স্থানীয় নির্বাচন করি, তাহলে সংসদ নির্বাচন ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে করা অসম্ভব।

আমাদের মূল লক্ষ্য সংসদ নির্বাচন। কথা যোগ করে আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘আমরা এটা নিয়েই কাজ করছি। ভোটার তালিকা জুনের মধ্যে চূড়ান্ত হয়ে যাবে। ডিসেম্বরে যদি নির্বাচন করতে হয়, তাহলে আমাদের অক্টোবর-নভেম্বরের মধ্যে তফসিল ঘোষণা করতে হবে।

(ঢাকাটাইমস/২৭ফেব্রুয়ারি/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ব্যাপক নিরাপত্তায় ফিরোজায় পৌঁছেছেন খালেদা জিয়া
এনআরবিসি ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন ড. তৌহিদুল আলম
খালেদা জিয়াকে বাংলাদেশে স্বাগতম: সারজিস আলম
ময়মনসিংহে একযোগে ৬ থানার ওসিকে বদলি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা