ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানার সভাস্থলে ককটেল, এলাকায় উত্তেজনা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৩০
অ- অ+

রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভা হওয়ার কথা আগামীকাল শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) যার প্রধান অতিথি কেন্দ্রীয় বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।

একই স্থানে একই দিনে পাল্টা সভা করার ঘোষণা দিয়েছে আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহ জাহান সিরাজ। দুই পক্ষের পাল্টাপাল্টি সভা আহ্বানের উত্তেজনার মধ্যেই সভাস্থলের কাছে অবিস্ফোরিত তিনটি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার আড়াইসিধা কাদির ভূইয়া উচ্চ বিদ্যালয় মাঠে রুমিন ফারহানার সভার নির্মাণাধীন প্যান্ডেলের পেছন থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসকের কাছে দুই পক্ষের সভা করার অনুমতির আবেদন থেকে জানা যায়, রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে উপজেলা স্বেচ্ছাসেবক দল উপজেলার আড়াইসিধা কাদির ভূইয়া উচ্চ বিদ্যালয় মাঠে সভা করার অনুমতি চেয়ে ১০ ফেব্রুয়ারি আবেদন করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাসেল বিপ্লব।

আবেদনে শান্তিপূর্ণভাবে সভা করার বিষয়ে বলা হয়। আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও আড়াইসিধা কাদির ভূইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে অনুলিপি দেয়া হয়। এই সভায় কেন্দ্রীয় বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা বলা হয় আবেদনে।

অন্যদিকে ১০ দিন পর গত ২০ ফেব্রুয়ারি একই স্থানে একই দিনে আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা ইউনিয়ন বিএনপির কর্মিসভা করার আরেকটি আবেদন করেন আড়াইসিধা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. বাদল মিয়া। তিনি আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহ জাহান সিরাজের পক্ষের লোক।

আশুগঞ্জে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভার আয়োজনের জন্য তিন দিন ধরে মঞ্চ তৈরির কাজ করছিলেন লোকজন। বুধবার রাতে ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা এতে বাধা দেন। এ নিয়ে দুই পক্ষে উত্তেজনা বিরাজ করছিল উপজেলাজুড়ে। এর মধ্যেই আজ সকালে রুমিন ফারহানার সভামঞ্চের পিছন থেকে অবিস্ফোরিত তিনটি তাজা ককটেল উদ্ধার করে পুলিশ।

আশুগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোস্তাকিম পাটোয়ারি বলেন, আড়াইসিধা স্কুলের সামনে পরিত্যক্ত অবস্থায় তিনটি ককটেল পড়ে থাকার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসি। রুমিন ফারহানার সভাকে কেন্দ্র করে কেউ আতঙ্ক সৃষ্টির জন্য এই কাজ করেছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

এ ব্যাপারে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, সভাস্থলে ককটেল পাওয়ার বিষয়টি আসলে রাজনৈতিক নোংরামি ছাড়া আর কিছু না। কিছু লোক পরিচ্ছন্ন রাজনীতিতে টিকতে না পেরে এবং তাদের কর্মকাণ্ড মানুষের কাছে গ্রহণযোগ্যতা না থাকায় তারা এসব করে যাচ্ছে।

আগামী সংসদ নির্বাচনে আশুগঞ্জ-সরাইল নিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে দলের প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতার জন্য মাঠ প্রস্তুতির কাজ করছেন রুমিন ফারহানা। সপ্তাহের শুক্র ও শনিবারসহ প্রায়ই তিনি এলাকায় সভা-সমাবেশ ও গণসংযোগ করছেন। তবে মাঠ একেবারে ফাঁকা নয়। দলের একাধিক স্থানীয় নেতা এই আসনে প্রার্থী হতে আগ্রহী।

(ঢাকাটাইমস/২৭ফেব্রুয়ারি/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিকাশ-এ রেমিটেন্স গ্রহণ করে হাইসেন্স ফ্রিজ-টিভি জিতলেন ২২ জন
টাঙ্গাইলে যুবদলের বিক্ষোভ
গোপালগঞ্জে কারফিউয়ের সময় বাড়ল
তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ঢাকা-মাওয়া মহাসড়কে যুবদলের বিক্ষোভ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা