বেনাপোলে ২৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

বেনাপোলের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে মাদকসহ ২৮ লাখ টাকার বিভিন্ন ধরনরে ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি জানায়, গোপন সংবাদে শনিবার (১ মার্চ) বিকালে পাঁচপীরতলা, আন্দুলিয়া, বেনাপোল বিওপি এবং বেনাপোল আইসিপির সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ফেনসিডিল, গাঁজা, বিদেশি মদ, শাড়ি, থ্রি পিস, কম্বল, কিসমিস, বিভিন্ন প্রকার চকলেট এবং কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ চোরাকারবারিদের আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবির গোয়েন্দা ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ শনিবার বেনাপোলের বিভিন্ন সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২৮ লাখ টাকা মূল্যের বিভিন্ন চোরাই পণ্য জব্দ করে। এসব চোরাই পণ্য বেনাপোল কাস্টমসের গোডাউনে জমা করা হবে।
তিনি আরও জানান, চোরাকারবারিরা শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে বিভিন্ন সীমান্ত পথে অবৈধভাবে এসব চোরাই পণ্য বাংলাদেশে আনছে। এতে করে সরকার যেমন রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে এবং পাশাপাশি দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে। চোরাকারবারিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
(ঢাকাটাইমস/১মার্চ/মোআ)

মন্তব্য করুন