রাজধানীর ধোলাইখালে জবি শিক্ষার্থীর ওপর বিএনপি নেতার হামলা, আহত ৪

জবি প্রতিনিধি
  প্রকাশিত : ০৪ মার্চ ২০২৫, ০৮:৩০| আপডেট : ০৪ মার্চ ২০২৫, ১১:১৪
অ- অ+

রাজধানীর ধোলাইখালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীর ওপর হামলার অভিযোগ উঠেছে ওয়ারী থানার ৩৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সহিদুল হক সহীদের বিরুদ্ধে। এ সময় তাকে উদ্ধার করতে গেলে আরও তিন শিক্ষার্থী—ইতিহাস বিভাগের ১৯তম ব্যাচের হাবিব, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১৯তম ব্যাচের আল মামুন এবং ইতিহাস বিভাগের নাহিদ আহত হন।

সোমবার রাত ১১টা ৩০ মিনিটের দিকে রাজধানীর ধোলাইখাল এলাকায় এ ঘটনা ঘটে।

হামলার শিকার শিক্ষার্থীর নামি নাহিদ হাসান সম্রাট।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, সম্রাট ধোলাইখাল এলাকার একটি মার্কেটের সামনে দিয়ে যাওয়ার সময় ভুলক্রমে নির্মাণাধীন ঢালাইয়ের ওপর পা রাখেন। এতে স্থানীয় কয়েকজন তার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং একপর্যায়ে তাকে মারধর করা হয়। খবর পেয়ে তার সহপাঠী হাবিব, আল মামুন ও নাহিদ ঘটনাস্থলে গেলে তাদেরও আটক রেখে মারধর করা হয়। পরে আহত শিক্ষার্থীদের উদ্ধার করে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতার সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। অভিযুক্ত সহিদুল নবাবপুর দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবাদ জানাতে নবাবপুর এলাকায় সমবেত হন এবং একটি ক্লাবে ভাঙচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাত ১টার দিকে ওয়ারী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

এদিকে, ঘটনার পরপরই পুলিশ ও র‍্যাব ঘটনাস্থলে আসে এবং অভিযুক্ত শহিদুল হক শহীদকে নিরাপদে বের করে নেওয়ার চেষ্টা চালায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

(ঢাকাটাইমস/০৪মার্চ/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ওপারে কারফিউ, সুনামগঞ্জের ১২ কিলোমিটার সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান
খালিশপুরে শহীদ মিনারের জমি দখলের ভিডিও করায় সাংবাদিকদের ওপর হামলা
আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণায় শাহবাগে ছাত্র-জনতার উল্লাস
৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা