নতুন করে আয়োজনের পথে স্থগিত হওয়া নিউজিল্যান্ড দলের বাংলাদেশ সফর

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ মার্চ ২০২৫, ১৪:৪৬
অ- অ+

রাজনৈতিক কারণে ২০২৪ সালে ঘরের মাঠে বেশ কয়েকটি সিরিজ স্থগিত হয়েছিল বাংলাদেশ দলের। এর মধ্যে অন্যতম ছিল নিউজিল্যান্ড ‘এ’ দলের বাংলাদেশ সফর। তবে সেই স্থগিত হওয়া সিরিজ নতুন করে আয়োজনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ক্রিকেট নিউজিল্যান্ড।

মঙ্গলবার (৪ মার্চ) তারই অংশ হিসেবে মিরপুর শের-ই বাংলা মাঠ পরিদর্শন করেন নিউজিল্যান্ডের দুই প্রতিনিধি দল।

সকালে কিউই বোর্ডের প্রতিনিধি দলকে সবকিছু ঘুরিয়ে দেখান ক্রিকেট অপারেশন্স ম্যানেজার শাহরিয়ার নাফীস। এর আগে গেল বছরের সেপ্টেম্বরে দুটি চার দিনের ম্যাচ ও তিনটি একদিনের ওয়ানডে ম্যাচ খেলতে বাংলাদেশে আসার কথা ছিল নিউজিল্যান্ড ‘এ’ দলের। তবে সেটি স্থগিত হয়ে যায়।

তবে নতুন করে কখন বা কোন সময় এই সিরিজটি আয়োজন হতে পারে সেটি এখনো নিশ্চিত করে জানা যায়নি। ধারণা করা হচ্ছে মে মাসে নিউজিল্যান্ড-এ দলের বাংলাদেশ সফর হতে পারে।

সেই সফরে ওয়ানডে এবং চারদিনের টেস্টের সিরিজ থাকছে। অবশ্য 'এ' দল নিয়ে অনিশ্চয়তার মাঝেই প্রস্তুত হচ্ছে বাংলাদেশ জাতীয় দল। তাদের পরবর্তী সিরিজ রয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে আগামী এপ্রিলে দুটি টেস্ট ম্যাচ।

(ঢাকাটাইমস/০৪ মার্চ/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তুরস্কের তৈরি ৩০০-৪০০ ড্রোন দিয়ে হামলা চালিয়েছে পাকিস্তান, দাবি ভারতের
আট মাসেও অগ্রগতি নেই বাকৃবির গণতদন্ত কমিশনের, ন্যায়বিচার নিয়ে শঙ্কা 
ভারতের বাংলাদেশ সফর ও এশিয়া কাপ হবে না!
স্ত্রীর বাড়ি ছাড়ার গুঞ্জন নিয়ে যা বললেন শামীম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা