বরিশালে যুবদল নেতা হত্যায় এক মা ও ছেলে গ্রেপ্তার

বরিশাল নগরের কাউনিয়া ওয়ার্ড যুবদল নেতা সুরুজ গাজি হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৫ মার্চ) বিকেলে জেলার গৌরনদী উপজেলা থেকে ওই দুজনকে গ্রেপ্তার করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের নগর গোয়েন্দা শাখার সদস্যরা।
বিষয়টি নিশ্চিত করে গোয়েন্দা শাখার ইন্সপেক্টর ছগির হোসেন বলেন, গত সোমবার (৩ মার্চ) নগরীর কাউনিয়া এলাকার যুবদল নেতা সুরুজ গাজি খুন হন। এ ঘটনায় গ্রেপ্তার দুজন হলেন, কাউনিয়া ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মজিবর হাওলাদারের স্ত্রী কনা বেগম (৩৫) ও তার ছেলে অনিক হাওলাদার (১৬)।
ইন্সপেক্টর ছগির হোসেন আরও বলেন, হত্যাকাণ্ডের পরপরই ঘটনায় জড়িত আসামিরা পালিয়ে যায়। দুজনকে গ্রেফতার করা হলেও মূল আসামি শাবানা ও সোনা শাহিন এখনো পলাতক। বাকি আসামিদের ধরতে অভিযান চলছে বলে জানান এই কর্মকর্তা।
(ঢাকাটাইমস/৫মার্চ/মোআ)

মন্তব্য করুন