তাহিরপুর সীমান্তে দুই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

ভারত থেকে চোরাই পথে সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত দিয়ে আসা দুই কোটি টাকার বেশি ভারতীয় বিভিন্ন ধরনের পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (৬ মার্চ) ভোররাতে উত্তর শ্রীপুর ইউনিয়নের জঙ্গলবাড়ি এলাকা থেকে চারাগাঁও বিজিবির টহলদল এসব পণ্য জব্দ করে।
এসব মালামালের মধ্যে রয়েছে ভারতীয় শার্ট পিস, প্যান্টের কাপড়, ব্লেজারের কাপড়, পাঞ্জাবির কাপড় এবং কসমেটিকস সামগ্রী।
সুনামগঞ্জ ২৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, চারাগাঁও বিওপির টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জঙ্গলবাড়ী এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ভারতীয় শার্ট পিস ৫১২৭টি, প্যান্টের কাপড় ১৫৬ মিটার, ব্লেজারের কাপড় ১২৯৬ মিটার, পাঞ্জাবির কাপড় ২০ হাজার ৪৩০ মিটার এবং স্কিন সানরাইজ ক্রিম ৯০০০ পিস আটক করে, যার আনুমানিক মূল্য ২ কোটি ৯২ হাজার টাকা।
জব্দ করা মালামাল সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার প্রক্রিয়া চলছে জানিয়ে বিজিবি অধিনায়ক আরও জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বতোভাবে অব্যাহত রয়েছে। সীমান্তের চোরাকারবারিদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
(ঢাকাটাইমস/৬মার্চ/মোআ

মন্তব্য করুন