হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধের ‘ষড়যন্ত্র’, প্রতিবাদে ছাত্রদলের স্মারকলিপি

হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্র চলছে- এমন অভিযোগে প্রতিবাদ এবং স্থায়ী ক্যাম্পাসসহ যাবতীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবিতে আন্দোলন ক্রমেই বাড়ছে। বিভিন্ন সংগঠন ইতিমধ্যে স্মারকলিপি দিয়েছে। মানববন্ধনও করা হয়েছে। সর্বশেষ বৃহস্পতিবার জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে জেলা ছাত্রদল।
স্মারকলিপি গ্রহণ করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ফরিদুর রহমান। উপস্থিত ছিলেন জেলা ছাত্রদল সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, সাংগঠনিক সম্পাদক গোলাম মাহবুব, যুগ্ম সম্পাদক মহিবুর রহমান শাওন প্রমুখ।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ৩০ লাখ জনসংখ্যার হবিগঞ্জে চিকিৎসার একমাত্র অবলম্বন আধুনিক জেলা সদর হাসপাতাল। বহু প্রতীক্ষা ও সাধনার ফলে ২০১৭ সালে একটি সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা লাভ করে। অস্থায়ী ক্যাম্পাস হিসেবে স্থান পায় জেলা সদর আধুনিক হাসপাতালের একটি ভবনে। ন্যূনতম চিকিৎসা পাওয়ার আশায় বুক বাঁধে জেলাবাসী।
৫১ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা করা এই মেডিক্যাল কলেজে ইতিমধ্যে শিক্ষার্থী ভর্তি সংখ্যা বেড়েছে উল্লেখ করে স্মারকলিপিতে বলা হয়, ‘এখন বছরে ভর্তি হচ্ছেন ১০০ জন। কিন্তু দুর্ভাগ্যজনক কারণে এখনও মেডিকেল কলেজটির স্থায়ী ক্যাম্পাস হয়নি। উপরন্তু মেডিকেল কলেজটি বন্ধের ষড়যন্ত্র চলছে বলে আমরা শুনতে পেরেছি। এ ধরনের যেকোনো ষড়যন্ত্র আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করব। আমরা অবিলম্বে মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস স্থাপনের দাবি জানাই।’
জেলা ছাত্রদল সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন বলেন, ‘মেডিকেল কলেজটি আমাদের সম্পদ। এটির স্থায়ী ক্যাম্পাস এবং শিক্ষার্থীদের আবাসিক হল ও ডাক্তারদের প্রয়োজনীয়তা নিশ্চিত করার দাবি জানাই।’
জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক গোলাম মাহবুব বলেন, ‘এটি বন্ধ বা জেলা সদর থেকে সরিয়ে নেয়ার ষড়যন্ত্র চলছে। এ ধরনের যেকোনো সিদ্ধান্ত হলে আমরা জেলাবাসীকে সঙ্গে নিয়ে আন্দোলন গড়ে তুলব।’ আগামী ৮ মার্চ মানববন্ধন অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।
(ঢাকাটাইমস/৬মার্চ/মোআ

মন্তব্য করুন