বাজারে ন্যায্যমূল্য নেই, জমিতেই বিনামূল্যে টমেটো বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সদর ইউনিয়নের পূর্ব কুট্টাপাড়া গ্রামের কৃষক সাইফুল। তার জমিতে টমেটোর বাম্পার ফলন হলেও বাজারে ন্যায্যমূল্য না থাকায় পাকা টমেটো জমিতেই নষ্ট হচ্ছে। জমি থেকে তুলে বাজারে নিয়ে গেলেও কাঙ্ক্ষিত মূল্যে বিক্রি করতে পারছেন না।
এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে স্থানীয় লোকজনকে বিনামূল্যে জমি থেকে টমেটো তুলে নিতে আমন্ত্রণ জানান তিনি।
খবর পেয়ে স্থানীয় বাসিন্দাদের অনেকে জমি থেকে টমেটো তুলে নিতে আসেন। সরেজমিন দেখা গেছে, গ্রামবাসী এসে জমি থেকে কাঁচা-পাকা টমেটো তুলে বস্তা, বালতি ও ব্যাগ ভরে নিয়ে যাচ্ছেন। বিনামূল্যে টমেটো পেয়ে তারা কৃষকের প্রশংসা করেন।
এ বিষয়ে কৃষক সাইফুল বলেন, ‘জমিতে টমেটো নষ্ট হচ্ছে। নষ্ট হওয়ার চেয়ে এলাকাবাসী পেলে উপকার হবে। এমন চিন্তা থেকে বিনামূল্যে টমেটো বিতরণ করেছি।’
একই গ্রামের বাসিন্দা সাংবাদিক রিমন খান বলেন, বাজারে ন্যায্য মূল্য না থাকায় বিনামূল্যে স্থানীয় বাসিন্দাদের মাঝে টমেটো বিতরণ করে দিয়েছেন কৃষক সাইফুল।
জানতে চাইলে সরাইল উপজেলা কৃষি কর্মকর্তা মো. একরাম হোসেন বলেন, এ বিষয়ে খোঁজ-খবর নিয়ে দেখবেন তিনি।
(ঢাকাটাইমস/৬মার্চ/মোআ)

মন্তব্য করুন