যশোরে খালুর চোখ উপড়ানো সেই যুবক আটক

যশোরে ছুরি দিয়ে খালুর চোখ উপড়ে পালিয়ে যাওয়া সেই যুবক সাদ্দাম হোসেনকে পালবাড়ি খয়েরতলা এলাকা থেকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
তাকে আটকের পর শুক্রবার (৭ মার্চ) দুপুর ১২টায় ভারপ্রাপ্ত পুলিশ সুপার নুর-ই-আলম সিদ্দিকি এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই যুবকের দাবি, তার প্রথম স্ত্রী (সাবেক) প্রিয়া খাতুনের সাথে খালুর অনৈতিক সম্পর্ক ছিল। এর জেরে খালুর চোখ উপড়ে ফেলেন তিনি।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যার পর বকচর করিম পাম্প এলাকায় সাদ্দাম ছুরি দিয়ে তার খালু শহিদুলের চোখে আঘাত করে পালিয়ে যায়। ঘটনার পাঁচ ঘণ্টার মধ্যে ডিবি পুলিশ পালবাড়ি খয়েরতলা এলাকা থেকে সাদ্দামকে আটক করে। শহিদুল ও সাদ্দাম দুজনেই বকচর বিহারী কলোনির বাসিন্দা।
ভারপ্রাপ্ত পুলিশ সুপার জানান, ঘটনার পরপরই কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং ডিবি পুলিশের তিনটি দল অভিযানে নামে।
আটক সাদ্দাম হোসেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার অপরাধ স্বীকার করে জানান, শহিদুল ইসলামের সঙ্গে তার প্রাক্তন স্ত্রীর অনৈতিক সম্পর্ক ছিল। সেই আক্রোশ থেকে তিনি এই নৃশংস হামলা চালান। এ ঘটনায় একটি আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বচলে জানান পুলিশ সুপার।
(ঢাকাটাইমস/৭মার্চ/মোআ)

মন্তব্য করুন