সিরাজগঞ্জে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

সিরাজগঞ্জে ডোবার পানিতে ডুবে তন্নী (৮) ও আনিকা (৮) নামে দুই মামাতো-ফুপাতো বোনের মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে কাজীপুর উপজেলার মাইজবাড়ী ইউনিয়নের বিলচতল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত তন্নী বিলচতল গ্রামের হাফিজার রহমানের মেয়ে ও আনিকা হাফিজার রহমানের বোনের মেয়ে।
নিহত তন্নীর চাচা আব্দুল বারিক বলেন, সকালে তন্নী ও আনিকা বাড়ি পাশে স্তুপ করে রাখা বালির ওপর খেলছিল। এরপর থেকে তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছিলো না। দুপুরের পর স্তুপ করে রাখা বালির পাশে ডোবায় তাদের মরদেহ ভাসতে দেখা যায়। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
কাজীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম বলেন, খেলার এক পর্যায়ে তারা ডোবার পানিতে নেমে ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল।
(ঢাকাটাইমস/০৭মার্চ/এমআর)

মন্তব্য করুন