সিংড়ায় আগুনে পুড়ল শ্রমিকদের পাঁচ ঘর

সিংড়া (নাটোর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ মার্চ ২০২৫, ১৪:৫৯
অ- অ+

নাটোরের সিংড়ায় চালের ড্রপ তার থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনে দুই শ্রমিকের পাঁচটি টিনশেড ঘর পুড়ে গেছে।

শুক্রবার রাত নয়টায় পৌর শহরের নিংগইন মহল্লার মজিবুর রহমান সোহাগ আলীর বাড়িতে এই অগ্নিকাণ্ড ঘটে। এতে দুই পরিবারের প্রায় ছয় লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ, চাল কম্বল বিতরণ করেন ইউএনও মাজহারুল ইসলাম। উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদ, বিএনপি নেতা বোরহান উদ্দিন বাবু প্রমুখ।

সিংড়া ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আব্দুল শাহীন জানান, আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহায়তা আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে পাঁচটি টিনশেড ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। টিনশেড চালের উপরের ড্রপ তার থেকেেআগুনের সূত্রপাত বলে জানান তিনি।

সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম বলেন, তাৎক্ষণিক ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৩০ কেজি চাল, কম্বল নগদ দশ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পরবর্তীতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের মাঝে ঢেউটিন বরাদ্দ দেয়া হবে।

(ঢাকাটাইমস/৮মার্চ/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দাম্পত্য কলহের জেরে যমজ ২ শিশুকে পুকুরে ফেলে হত্যা করেন মা
ইউআইইউ এলাকায় র‍্যাবের অভিযান, বিদেশি পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী মোজাম্মেল গ্রেপ্তার
ভোটের মার্কা থাকছে না শাপলা, ইসির নীতিগত সিদ্ধান্ত
ফের এনসিপির কেন্দ্রীয় কার্যালয় সামনে ককটেল বিস্ফোরণ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা