যশোরে ছেলের হাতে বাবা, চাচাত ভাইয়ের হাতে বৃদ্ধ খুন 

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ মার্চ ২০২৫, ১৫:৩০
অ- অ+

যশোরে আজ ভোর থেকে দুপুরের মধ্যে পৃথক দুই ঘটনায় দুজন খুন হয়েছেন। এক ঘটনায় ছেলের হাতে বাবা এবং অন্য ঘটনায় চাচাত ভাইয়ের হাতে ষাট বছরের বৃদ্ধ খুন হন।

আজ শনিবার ( মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার যোগীমাঠপাড়া গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইদের হাতে মারা যান বৃদ্ধ শহিদুল ইসলাম। এর আগে ভোরে চৌগাছায় ছেলের হাতে খুন হন বাবা শরিফুল ইসলাম (৪২)

স্থানীয় সূত্রে জানা যায়, শহিদুল ইসলাম ধানের ক্ষেতে পানি দিচ্ছিলেন। সময় তার চাচাতো ভাইয়েরা পূর্বশত্রুতার জেরে তার ওপর হামলা চালান। তারা কোদালের আছাড়ি দিয়ে তাকে পিটিয়ে গুরুতর আহত করেন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়ে কোতোয়ালি থানার ওসি কাজী বাবুল বলেন, পুলিশ অভিযুক্তদের ধরতে অভিযানে নেমেছে।

অপরদিকে যশোরের চৌগাছা উপজেলার পাতিবিলা গ্রামে ভোর সাড়ে চারটায় পারিবারিক দ্বন্দ্বের জেরে ছেলের হাতে শরিফুল ইসলাম খুন হন। পুলিশ মরদেহ উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনার পর থেকে ছেলে রিমম (২২) পলাতক।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘাতক ছেলেকে আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে।

(ঢাকাটাইমস/৮মার্চ/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শিকাগোতে চলন্ত গাড়ি থেকে জনতার ওপর গুলি, নিহত ৪
২০১৪ ও ১৮ সালে সুষ্ঠু ভোট হলে ক্ষমতা হারাত আ.লীগ: অপ্রকাশিত গোয়েন্দা প্রতিবেদন
ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
গ্রিন রোডে এইচএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত, চাপাতিসহ পেশাদার ছিনতাইকারী গ্রেপ্তার 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা