২০২৬ বিশ্বকাপ: ট্রাম্পের নেতৃত্বে টাস্কফোর্স গঠন

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ মার্চ ২০২৫, ১৯:০৬| আপডেট : ০৮ মার্চ ২০২৫, ১৯:০৮
অ- অ+

২০২৬ বিশ্বকাপ থেকে বদলে যাচ্ছে ফুটবলের ইতিহাস। কেননা প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপ হতে যাচ্ছে তিনটি দেশে-কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে। ফুটবল ইতিহাসে এই প্রথমবারের মতো বিশ্বকাপে খেলবে ৪৮টি দেশ। তাই টুর্নামেন্টটির আয়োজনে কোনো ঘাটতি না থাকে সেদিকে নজর দিচ্ছে দেশগুলো।

২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রস্তুতিতে সহায়তা করতে হোয়াইট হাউস টাস্কফোর্স গঠন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর প্রধান হিসেবে ট্রাম্প নিজেই দায়িত্ব পালন করবেন, আর ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। টাস্কফোর্সের দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য একজন নির্বাহী পরিচালকও নিয়োগ দেয়া হবে।

শুক্রবার (৭ মার্চ) হোয়াইট হাউসে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে বৈঠকের দিনই এই টাস্কফোর্স গঠন করা হয়। ২০২৬ সালের জুন-জুলাইয়ে যৌথভাবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হবে ২৩তম ফিফা বিশ্বকাপ।

ইএসপিএনের প্রতিবেদনে বলা হয়, বিশ্বকাপের এই আয়োজন এমন সময়ে হতে চলেছে, যখন উত্তর আমেরিকার দেশগুলোর মধ্যে শুল্ক আরোপ নিয়ে উত্তেজনা বিরাজ করছে। জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েই ট্রাম্প কানাডা ও মেক্সিকোর ওপর শুল্ক আরোপের ঘোষণা দেন, যা নিয়ে দুই প্রতিবেশী দেশের প্রতিক্রিয়া দেখা গেছে।

এই প্রসঙ্গে ট্রাম্প বলেন, আমার মতে, এটা ব্যাপারটাকে আরও উত্তেজনাময় করে তুলবে। টেনশন ভালো জিনিস।

বিশ্বকাপের প্রস্তুতির জন্য টাস্কফোর্স নিরাপত্তা এবং বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করবে। বিশ্লেষকদের ধারণা, বিশ্বকাপ দেখতে বিপুল সংখ্যক পর্যটক ভ্রমণ করবেন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। ফিফা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প বলেন, এটা আমাদের দেশের জন্য দারুণ সম্মানের বিষয়।

বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি চলতে থাকলেও ট্রাম্পের শুল্ক আরোপের সিদ্ধান্ত এবং বাণিজ্যযুদ্ধের সম্ভাবনা বাজারে অস্থিরতা সৃষ্টি করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এ ছাড়া কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সম্পর্কে ট্রাম্পের বিতর্কিত মন্তব্য এবং কানাডাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার প্রসঙ্গ টেনে আনা দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা আরও বাড়িয়েছে।

২০২৬ বিশ্বকাপে মোট ৪৮টি দেশ অংশ নেবে। ১০৪ ম্যাচের মধ্যে ৭৮টি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে, আর মেক্সিকো ও কানাডায় হবে ১৩টি করে ম্যাচ। ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে হবে ফাইনাল।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, টাস্কফোর্সের মূল কাজ হবে বিশ্বকাপ দেখতে আসা প্রতিটি সমর্থকের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করা। আমরা এখানে এই গ্রহের সর্বকালের সেরা আয়োজনটি করতে চাই।

এ সময় ফিফা সভাপতি ট্রাম্পকে একটি গেম বল উপহার দেন এবং ২০২৫ ফিফা ক্লাব বিশ্বকাপের ট্রফি উন্মোচন করেন। ১৪ জুন যুক্তরাষ্ট্রে শুরু হবে ক্লাব বিশ্বকাপ।

(ঢাকাটাইমস/০৮ মার্চ/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন 
ক্রান্তিকালে দেশ, আয় কমছে শ্রমজীবী মানুষের: রিজভী
পিপিএম পদক পেলেন এসপি কুদরত-ই-খুদা
বিভেদের রাজনীতি আমাদের ঐতিহ্য নষ্ট করেছে: মির্জা ফখরুল 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা