ধর্ষণের প্রতিবাদে 'বাংলা ব্লকেড' কর্মসূচি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

কুমিল্লা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ মার্চ ২০২৫, ১৪:০৬| আপডেট : ১০ মার্চ ২০২৫, ১৪:৩৫
অ- অ+

সারা দেশে একের পর এক ধর্ষণ ও নিপীড়নের প্রতিবাদে বাংলা ব্লকেড কর্মসূচি ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করা হয়েছে। সোমবার কুমিল্লা কোটবাড়ি বিশ্বরোড এলাকায় 'ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে কুমিল্লা' ব্যানারে বেলা ১১টা থেকে এই কর্মসূচি পালিত হয়।

কুমিল্লা মডার্ন হাই স্কুল, কুমিল্লা সরকারি কলেজ, কুমিল্লা মহিলা কলেজ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশ নেন। এসময় শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই পাশে অবস্থান করে সড়ক অবরোধ করেন। এতে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয় মহাসড়কে।

এসময় একাধিক শিক্ষার্থীর কাছে জানতে চাইলে তারা বলেন, আমরা বৈষম্যমুক্ত বাংলাদেশের বিরুদ্ধে পূর্বে লড়াই করেছি। কিন্তু এখন নিরাপদ বাংলাদেশ চাই। যেখানে নারী, শিশুরা নিরাপদে থাকবে। ধর্ষকদেরকে অতি দ্রুত ধরে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আমার সোনার বাংলায় আর কোনো মা-বোন যাতে ধর্ষণের শিকার না হয়, নিপীড়নের শিকার না হয়। আমরা মেয়েরা নিরাপদ নই এখনো। ১৮ আগস্টে কোটবাড়িতে আমরা মেয়েরাও আন্দোলন করেছিলাম। এখন অন্তর্বর্তীকালীন সরকার আসার পর আমরা মেয়েরা কেন নিরাপদ নই। আমরা ২৪ ঘণ্টার মধ্যে ধর্ষকদের বিচার নিশ্চিত দেখতে চাই।

এদিকে প্রায় দুই ঘণ্টা লাগাতার অবরোধের পর শিক্ষার্থীরা মহাসড়ক ত্যাগ করেন৷ এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে অবরোধ শেষে যান চলাচল স্বাভাবিক হয়। এই বিষয়ে ময়নামতি হাইওয়ে অফিসার ইনচার্জ ইকবাল বাহার বলেন, ২ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

(ঢাকা টাইমস/১০মার্চ/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্লট দুর্নীতি: শেখ হাসিনাসহ ১৮ জনের বিরুদ্ধে তামিল প্রতিবেদন ১৮ মে
শার্শায় ১০ স্বর্ণের বারসহ পাচারকারী আটক
মুজিবনগর সীমান্তে ১০ জনকে বাংলাদেশে পুশ ইন বিএসএফের
সিলেটে গাঁজাসহ কারবারি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা