সিরাজগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে মামলা

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ
  প্রকাশিত : ১৪ মার্চ ২০২৫, ১৫:১২
অ- অ+

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে শিশুটির বাবা বাদী হয়ে রায়গঞ্জ থানায় মামলাটি করেন। মামলায় ১৪ বছরের এক কিশোরকে আসামি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান। তিনি জানান, মামলা হওয়ার পর আসামিদের গ্রেপ্তার করতে অভিযান চলছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামি কিশোরের বাবার বাড়িতে একটি শিশুশিক্ষা কেন্দ্র আছে। গত রবিবার সকালে সেখানে ছোট ভাই-বোনকে রেখে আসতে যায় ভুক্তভোগী শিশুটি। এ সময় শিশুটিকে কৌশলে নিজ ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে ওই কিশোর। শিশুটি অসুস্থ হয়ে পড়লে মাথায় পানি ঢেলে বাড়িতে পাঠানো হয়। ওই দিন বিকালে আবারও শিশুটি অসুস্থ হয়ে পড়ে। তখন পরিবারের সদস্যদের সে ধর্ষণের বিষয়টি জানায়। শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক জানান, বর্তমানে শিশুটি চিকিৎসাধীন। ধর্ষণের বিষয়ে স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

(ঢাকা টাইমস/১৪মার্চ/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২২ বছর পর ৫ মে স্কাইপ চিরতরে বন্ধ হয়ে যাচ্ছে
দোহার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুল হক গ্রেপ্তার
‘প্যালেস্টাইন-২’ হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে হামলা চালাল ইয়েমেন
সুবর্ণচর এক্সপ্রেস দ্রুত চালুর দাবিতে নোয়াখালীতে দেড়ঘণ্টা রেলপথ অবরোধ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা