রাজধানীর দক্ষিণখানে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

রাজধানীর দক্ষিণখানের আশকোনা এলাকায় মারকাযুস সুন্নাহ তাহেরিয়া ওয়ালিয়া মডেল মাদ্রাসায় ১২ বছরের এক শিক্ষার্থীকে (ছেলে শিশু) বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক ইয়াসিন আলীকে আটক করা হয়েছে।
শুক্রবার রাতে দক্ষিণখান থানা এলাকার আশকোনায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, এ ঘটনায় মাদ্রাসার শিক্ষক ইয়াসিনকে প্রথমে উত্তেজিত জনতা আটক করে। পরে পুলিশ তাকে থানায় নিয়ে আসে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাইফুর রহমান বলেন, “আশকোনা মাদ্রাসার শিক্ষক ইয়াসিন আলীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তিনি ওই মাদ্রাসার একজন ছাত্রকে বলাৎকার করেছেন। অভিযোগ জানাজানি হলে ওই এলাকার মানুষ ওই শিক্ষককে আটক করে। পুলিশ খবর পেয়ে অভিযুক্ত শিক্ষককে থানায় নিয়ে এসেছে।”
ওসি আরও বলেন, ‘‘এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তদন্ত চলছে। অভিযুক্ত শিক্ষক ইয়াসিন আলীর বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। শিশুটি থানায় আছে। শনিবার তাকে মেডিকেল চেকআপ করানো হবে।”
(ঢাকাটাইমস/১৫মার্চ/এলএম/এফএ)

মন্তব্য করুন