হবিগঞ্জ মেডিকেল কলেজ স্থানান্তরের অপচেষ্টার প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ
  প্রকাশিত : ১৫ মার্চ ২০২৫, ১৭:৫৮
অ- অ+

হবিগঞ্জ মেডিকেল কলেজ স্থানান্তরের অপচেষ্টার প্রতিবাদে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল বের করেছেন। এ সময় দুই পাশে শতশত যানবাহন আটকা পড়ে। পরে আল্টিমেটাম দিয়ে অবরোধ প্রত্যাহার করা হয়। শনিবার দুপুরে শহরের মেইন সড়ক অবরোধ করে এই বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা।

স্থানীয়রা জানান, দুপুরে হবিগঞ্জ মেডিকেল কলেজ অনত্র স্থানান্তরের প্রতিবাদে ও দ্রুত স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে কলেজের শিক্ষার্থীরা শহরের মেইন সড়ক অবরোধ করে রাখেন। এ সময় তারা মেডিকেল কলেজ হবিগঞ্জ রাখার দাবিতে বিভিন্ন ধরনের শ্লোগান দেন। প্রায় ঘণ্টাখানেক অবরোধ করে ক্যাম্পাসে ফিরে যান তারা।

পরে সংবাদ সম্মেলন করেন শিক্ষার্থীরা। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন শিক্ষার্থী রিংকু দেব, রিয়েল সরকার, তাসনিমুর রিয়াজ, আকিব মাহমুদ ও আবু হাসান।

এ সময় তারা জানান, হবিগঞ্জ মেডিকেল কলেজ অনত্র স্থান্তান্তর করা হলে হবিগঞ্জবাসীকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

(ঢাকা টাইমস/১৫মার্চ/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের ২০০ কেজি ওজনের বোমা পাওয়া গেল মুন্সীগঞ্জে, নিষ্ক্রিয় করল সিটিটিসি
চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ ত্বরান্বিত করার নির্দেশ প্রধান উপদেষ্টার
আইইউবিএটি-তে চীনা ভাষা কোর্সের উদ্বোধন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা