পাওনা টাকার জন্যে মারধর: বিষপানে যুবকের মৃত্যু, মরদেহ নিয়ে মহাসড়ক অবরোধ 

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ মার্চ ২০২৫, ২৩:৪১
অ- অ+

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের বন্দর অংশে আবু লাল নামক এক যুবকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে মহাসড়ক অবরোধ করেছে তার স্বজন ও স্থানীয়রা।

শনিবার বিকাল ৫ টার দিকে মহাসড়কের মদনপুর অংশে অবরোধ করা হয়। নিহত ব্যক্তি ব্রাহ্মণবাড়িয়ার রামপুর থানার দুখু মিয়ার ছেলে।

দেখা গেছে, মহাসড়কের চট্টগ্রামগামী লেনের মদনপুর ওভারব্রিজ অংশে প্রায় ৩৫-৪০ মানুষ একটি মরদেহ নিয়ে সড়ক অবরোধ করেন। এসময় অবরোধের কারণে সড়ক তীব্র যানজটের সৃষ্টি হয়। অবরোধকারীদের দাবি ছিল মৃত ব্যক্তিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

আন্দোলনরত কয়েকজন ব্যক্তি জানান, মাহবুব এবং রাশেদসহ তিনজন মিলে বেধড়ক মারধর করে আবু লালকে। পরে এই অপমান সহ্য করতে না পেরে সে মৃত্যুবরণ করে। এর সঠিক বিচার চান তারা।

পুলিশের দেওয়া তথ্যমতে, নিহত ব্যক্তির সঙ্গে মাহবুব নামক এক ব্যক্তির টাকার লেনদেন ছিল। নিহত আবু লাল তার পরিচিত মাহবুবের কাছে টাকা ধার নিয়ে দীর্ঘদিন যাবত তা পরিশোধে ব্যর্থ হচ্ছিল। এরই জের ধরে গতকাল শুক্রবার বিকালে মাহবুব ভিকটিমকে মারধর করে। একপর্যায়ে ভিকটিম অপমান সহ্য করতে না পেরে বিষ পান করে গুরতর অসুস্থ হোন। পরে তার স্বজনরা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ বলেন, একজনের মৃত্যু নিয়ে হত্যার বিচারের দাবি আন্দোলন করেছিল স্বজন ও তার এলাকার মানুষজন। তাদের সরিয়ে দেওয়া হয়েছে। এখন যানচলাচল স্বাভাবিক আছে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, নিহত ব্যক্তির সঙ্গে তারই ঘনিষ্ঠ মাহবুব নামের আরেকজনের সঙ্গে লেনদেন নিয়ে সমস্যা হচ্ছিল। গতকাল শুক্রবার নিহতকে পাওনাদার মারধর করায় সে বিষপান করেন। পরে তাকে ঢাকাস্থ হক কেয়ার নামক একটি হাসপাতালে নিয়ে গেলে সেখান মৃত্যু হয়। এই ঘটনায় গতরাতেই ভিকটিমের পরিবার মাহবুবের নামে আত্মহত্যার প্ররোচনার মামলা করেছেন। নিহতের মরদেহটি ময়নাতদন্ত শেষে আজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছিল। এরপর হঠাৎ বিকেলে স্বজনরা মহাসড়কে অবরোধ করে। আমরা তাদের বুঝিয়ে সরিয়ে ফেলেছি। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

(ঢাকাটাইমস/১৫মার্চ/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফজলুর রহমানের মন্তব্য সরকারের অবস্থান নয়: পররাষ্ট্র মন্ত্রণালয়
মিয়ানমারে পাচারকালে ৬০০ বস্তা সারসহ আটক ১০
সমাবেশ মঞ্চে নামাজ আদায় এনসিপি নেতাদের
সিরাজগঞ্জে মিনি আয়নাঘরের সন্ধান 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা