পিএসএলে খেলা উচিত নাহিদ রানার: শান্ত

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ মার্চ ২০২৫, ১৬:১৪
অ- অ+

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গতির ঝড় তুলে নিজেকে আলাদাভাবে চিনিয়েছিলেন নাহিদ রানা। গেল বছর জাতীয় দলের হয়ে অভিষেক হয়েছিল নাহিদ রানার। অভিষেকের পর থেকে বল হাতে নিজেকে প্রমাণ করে চলেছেন এই তারকা পেসার।

তার পারফর্মেন্সে মুগ্ধ অনেকেই। এরই মধ্যে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে ডাক পড়েছে রানার। বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মনে করেন দেশের বাইরে গিয়ে খেলা উচিত নাহিদের।

আগামী মাসের ১১ তারিখ শুরু হচ্ছে পিএসএল। সেই টুর্নামেন্টে পেশওয়ার জালমিতে খেলার সুযোগ পেয়েছিলেন নাহিদ রানা। তবে হয়তো পিএসএলে খেলার সুযোগ হবে না বাংলাদেশের এই স্পিডস্টারের। কারণ, আগামী মাসে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ আছে বাংলাদেশের। আর সেই দলে নাহিদ রানা থাকলে পিএসএলে খেলার সুযোগ হারাবেন তিনি।

তবে বাংলাদেশের অধিনায়ক শান্ত মনে করেন নাহিদের পিএসএলে খেলতে যাওয়া উচিত। সোমবার (১৭ মার্চ) মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলচনার সময়ে এ কথা বলেন শান্ত।

বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘(নাহিদ রানার) এই ধরনের (পিএসএল) টুর্নামেন্ট খেলা উচিত। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট অবশ্যই খেলা উচিত। তবে এটা নির্ভর করবে ক্রিকেট বোর্ড, কোচ, অধিনায়ক-সবকিছুর ওপরে।‘

তিনি আরও বলেন, ‘আমার মনে হয়, বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগগুলো যদি আমাদের ক্রিকেটাররা খেলা শুরু করে, তাহলে অভিজ্ঞতা তৈরি হবে এবং দায়িত্বটা নেয়া শিখবে। বাইরের ক্রিকেটারদের সঙ্গে ড্রেসিং রুম ভাগাভাগি করা, সব মিলিয়ে ভালো একটা অভিজ্ঞতা হবে। আশা করব, এই ধরনের টুর্নামেন্টে আমাদের ক্রিকেটাররা সামনের দিকে খেলার সুযোগ পাবে।‘

এদিকে রানাকে নিয়ে আশার কথাও শোনালেন শান্ত। তিনি বলেন, ‘সে (দেশের ক্রিকেটের) খুব ভালো সম্পদ। আমরা দেখছি বিশ্ব ক্রিকেটে কীভাবে তাকে নিয়ে কথাবার্তা হচ্ছে। সবচেয়ে ভালো দিক যে জাতীয় দলের ফিজিও এবং আবাহনীর হয়ে যারা কাজ করছে, তারা তার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট খুব ভালোভাবে মেইন্টেন করছে। সে ওইভাবেই ম্যাচ খেলছে। আল্লাহ্‌র রহমতে এখন পর্যন্ত ফিট আছে। এনার্জিটা ধরে রেখেছে।’

(ঢাকাটাইমস/১৭ মার্চ/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রোমে বাংলাদেশ হাউস পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা
সিন্ধু নদীতে আমাদের পানি অথবা তোমাদের রক্ত প্রবাহিত হবে, ভারতকে বিলাওয়াল
মাইন্ডফুলনেস থেরাপি দূরে করে হাজারো রোগ
পোপ ফ্রান্সিসের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন প্রধান উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা