জাতীয় নিরাপত্তা সেলের প্রধান নির্বাহী হলেন মাজহারুল হক

জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের প্রধান নির্বাহী পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন সাবেক অতিরিক্ত আইজিপি মাজহারুল হক।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৪৯ অনুযায়ী অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. মাজহারুল হককে অন্য যে কোনো পেশা, ব্যবসায় কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে একবছর মেয়াদে মন্ত্রিপরিষদ বিভাগের অধীনে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের প্রধান নির্বাহী পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।
এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।
(ঢাকাটাইমস/১৭মার্চ/এসএস/এমআর)

মন্তব্য করুন