বিশ্বকাপ বাছাই: কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য শুরুর একাদশ

সময়টা ভালো যাচ্ছে না পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিলের। গত ২২ বছর ধরে শিরোপা খরায় ভুগছে দলটি। চলতি বিশ্বকাপ বাছাইপর্বেও তাদের পারফর্মেন্স প্রশংসা করার মতো নয়। ২০২৬ আসরে সরাসরি জায়গা করে নিতে কলম্বিয়ার বিপক্ষে তাই কোনো ভুল করতে চায় না সেলেসাওরা। গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে শক্তিশালী একাদশ সাজিয়েই মাঠে নামছেন কোচ দরিভাল জুনিয়র।
ঘরের মাঠে শুক্রবার (২১ মার্চ) বাংলাদেশ সময় সকাল পৌনে ৭টায় বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মাঠে নামবে ব্রাজিল।
গুরুত্বপূর্ণ এই ম্যাচকে সামনে রেখে ইতোমধ্যে অনুশীলনে শিষ্যদের প্রস্তুত করেছেন কোচ দরিভাল জুনিয়র। ব্রাজিলের সংবাদ মাধ্যমে গ্লোবো তাদের এক প্রতিবেদনে, সে অনুশীলনের একাদশ ফাঁস করেছে। যাদের নিয়ে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল।
গ্লোবোর দাবি, কলম্বিয়ার বিপক্ষে ৪-৪-২ ফর্মেশনে দল সাজাবেন দরিভাল। আক্রমণে ভাগে রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিউস জুনিয়রের সঙ্গে থাকবেন ব্রাইটনের ফরোয়ার্ড জোয়াও পেদ্রো।
মাঝমাঠে রিয়াল তারকা রদ্রিগো ও বার্সা তারকা রাফিনিয়ার সঙ্গে থাকবেন ব্রুনো গিমারেস ও গেরসন।
রক্ষণভাগে ভ্যান্ডারসন, মার্কুইনহোস, ম্যাগালহায়েস ও গিলহের্মে অ্যারানাকে দিয়ে শুরুর একাদশে সাজাবেন দরিভাল। আর গোলবারের দায়িত্বে থাকবেন অভিজ্ঞ অ্যালিসন বেকার।
আরও পড়ুন: মেসি-লাউতারোবিহীন আর্জেন্টিনার একাদশ কেমন হতে পারে?
১২ ম্যাচ শেষে ১৮ পয়েন্ট নিয়ে কনমেবল অঞ্চলের ১০ দলের মধ্যে পাঁচে অবস্থান করছে ব্রাজিল। ফিফার নিয়মানুযায়ী এ অঞ্চল থেকে সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেবে ৬টি দল। ফলে ঝুঁকিতে থাকা সেলেসাওদের জন্য সরাসরি জায়গা নিশ্চিত করতে এ ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ।
কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য শুরুর একাদশ-গোলরক্ষক: অ্যালিনর বেকার ডিফেন্ডার: ভ্যান্ডারসরন, মার্কুইনহোস, ম্যাগালহায়েস, গিলহের্মে অ্যারানা মিডফিল্ডার: ব্রুনো গিমারেস, গেরসন, রদ্রিগো, রাফিনিয়া ফরোয়ার্ড: ভিনিসিউস জুনিয়র ও জোয়াও পেদ্রো
(ঢাকাটাইমস/২০ মার্চ/এনবিডব্লিউ)

মন্তব্য করুন