স্ত্রী-সন্তানকে দোকানে পাঠিয়ে ছয় বছরের শিশু ধর্ষণ, অতঃপর গ্রেপ্তার 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ মার্চ ২০২৫, ২৩:৫২| আপডেট : ২০ মার্চ ২০২৫, ২৩:৫৫
অ- অ+

রাজধানীর শাহ আলী এলাকায় ছয় বছরের শিশু ধর্ষণের অভিযোগে ওমর ফারুক নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে শাহআলী থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম।

তিনি জানান, শাহ আলী থানার সি-ব্লকের একটি বাসায় ওই ধর্ষণকারী এবং শিশুটি তার পরিবারের সঙ্গে বসবাস করে। ধর্ষণকারীর ছোট সন্তান থাকায় ধর্ষণের শিকার ছয় বছরের মেয়ে শিশুটি তাদের বাসায় যেত। গতকাল বুধবার মেয়েটি ওই ছেলেদের বাসায় গেলে ধর্ষণকারী তার স্ত্রী ও সন্তানকে দোকানে কেনাকাটা করতে পাঠায় এবং ফাঁকা বাসায় ওই শিশুকে ধর্ষণ করে।

এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে আজ ওমর ফারুক নামের ওই ধর্ষণকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

(ঢাকাটাইমস/২০মার্চ/এলএম/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কসবায় ৭০ লাখ টাকার ভারতীয় চশমা জব্দ
লিটারে ১ টাকা কমল সব ধরনের জ্বালানি তেলের দাম
নারী সংস্কার কমিশন মানি না, বাধ্য করলে আন্দোলন: জামায়াত আমির
এবার চিন্ময়ের জামিন স্থগিতের আদেশ প্রত্যাহার, শুনানি রবিবার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা