স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে: মাওলানা আবদুল হালিম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ মার্চ ২০২৫, ২২:২৯
অ- অ+

গণঅভ্যুত্থানের পর জাতীয় স্বার্থে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম।

শুক্রবার বিকালে রংপুরের জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে রংপুর মহানগর জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মাওলানা আবদুল হালিম বলেন, আগামী দিনে বাংলাদেশের সৎ নেতৃত্বের জন্য কোরআন থেকে শিক্ষা নিয়ে তাকওয়ার গুণে গুণান্বিত হয়ে দেশ পরিচালনায় ভূমিকা রাখতে হবে। আর পবিত্র মাহে রমজান সেই তাক্বওয়ারই শিক্ষা দেয় ।

তিনি বলেন, বাংলাদেশে বর্তমান যে ধর্ষণ চলছে তার বিরুদ্ধে দেশের মানুষ সর্বোচ্চ শাস্তি চাচ্ছে; কিন্তু এই ধর্ষণের শাস্তি কোরআনেই সুনির্দিষ্টভাবে উল্লেখ করা আছে। কুরআন দ্বারা রাষ্ট্র পরিচালনা এবং ধর্ষণ-যেনা ব্যভিচারের বিচার করা হলে বাংলাদেশ থেকে খুন, ধর্ষণ নির্মূল করা সম্ভব হবে।

আবদুল হালিম বলেন, আমার বিশ্বাস বাংলাদেশের সুশীল সমাজ, রাজনৈতিক ব্যক্তিত্ব, গণমাধ্যম কর্মীসহ দেশের সকল শ্রেণি পেশার মানুষ বিশ্বাস করে কোরআনের বিধান প্রতিষ্ঠিত হলে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রে শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠা করা সম্ভব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল।

মহানগর আমির মাওলানা উপাধ্যক্ষ এটিএম আজম খানের সভাপতিত্বে ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক রায়হান সিরাজীর পরিচালনায় মাহফিলে বিএনপির রংপুর মহানগর শাখার আহ্বায়ক শামসুজ্জামান সামু, সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজুন্নবী ডন, ইসলামী আন্দোলন বাংলাদেশের রংপুর মহানগর শাখার সেক্রেটারি আমিরুজ্জামান পিয়াল, গণঅধিকার পরিষদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, রংপুরে কর্মরত সাংবাদিকবৃন্দ, জুলাই গণঅভ্যুত্থানে রংপুরের শহীদদের পরিবার ও বিশিষ্ট ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২১মার্চ/জেবি/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কুয়েটের উপাচার্য ও উপ-উপাচার্যকে অপসারণ
রোমে বাংলাদেশ হাউস পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা
সিন্ধু নদীতে আমাদের পানি অথবা তোমাদের রক্ত প্রবাহিত হবে, ভারতকে বিলাওয়াল
মাইন্ডফুলনেস থেরাপি দূরে করে হাজারো রোগ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা