সার্ক সাংবাদিক ফোরামের ইফতার ও দোয়া মাহফিল

সার্ক সাংবাদিক ফোরাম সংযুক্ত আরব আমিরাত চ্যাপ্টারের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
শুক্রবার দেরা দুবাইয়ের নাখিলস্থ মনপুরা রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সার্ক সাংবাদিক ফোরাম আমিরাত চ্যাপ্টারের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক ওবায়দুল হক মানিক।
সার্ক সাংবাদিক ফোরাম সংযুক্ত আরব আমিরাত চ্যাপ্টারের সভাপতি শামসুর রহমান সোহেলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দুবাইয়ের বিশিষ্ট ব্যবসায়ী রুবেল মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালমান-সুমন ক্লিনিং সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক মো. সুমন, ফাস্ট আবুধাবি ব্যাংকের কর্মকর্তা মোহাম্মদ ফরিদ উদ্দিন মজুমদার, বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি, ইউএইর সভাপতি সিরাজুল হক, বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা মাহবুব হাসান হৃদয় প্রমুখ।
(ঢাকা টাইমস/২২মার্চ/এসএ)

মন্তব্য করুন