গাজীপুরে লরি-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

টঙ্গী-পূবাইল (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ মার্চ ২০২৫, ১৩:০০| আপডেট : ২৩ মার্চ ২০২৫, ১৩:২৬
অ- অ+

গাজীপুরের পূবাইলে লরি-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

রবিবার সকাল ১০টার দিকে পূবাইল থানাধীন টঙ্গী-কালীগঞ্জ সড়কের মাজুখান পশ্চিমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— অটোচালক হানিফ মিয়া (৩৫)। তার বাড়ি ৩৯ নম্বর ওয়ার্ডের হায়দারাবাদ এলাকায়। অপরজন সাব্বির আলম (২৭)। তার বাড়ি ৪০ নম্বর ওয়ার্ডের মাজুখান দক্ষিণপাড়া এলাকায়।

এ ঘটনায় আহত দুজনের পরিচয় প্রাথমিকভাবে জানাতে পারেনি পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পূবাইল থানার এসআই রফিকুল জানান, টঙ্গী থেকে পাঁচ যাত্রী নিয়ে মিরেরবাজারের দিকে যাচ্ছিল দুর্ঘটনাকবলিত ওই অটোরিকশা। মাজুখান পশ্চিমপাড়া এলাকায় পৌঁছালে লরি ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চালকসহ দুজন নিহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন।

(ঢাকা টাইমস/২৩মার্চ/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা