তামিমের সুস্থতা কামনায় মাশরাফী-মালিঙ্গার পোস্ট, কলকাতা নাইট রাইডার্সও দিয়েছে পোস্ট

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ মার্চ ২০২৫, ১৬:১৬| আপডেট : ২৪ মার্চ ২০২৫, ১৬:৩৩
অ- অ+

ডিপিএলের ম্যাচ খেলতে নেমে হঠাৎ হার্ট অ্যাটাকের শিকার হন তামিম। ইতোমধ্যে হার্টে রিং পরানো হয়েছে। এই মুহূর্তে ডাক্তারদের পর্যবেক্ষণে রয়েছেন। তবে আশার কথা হচ্ছে জ্ঞান ফিরেছে তামিম ইকবালের। অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে ছুটে যাওয়া পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন বলেও জানা গেছে।

সোমবার (২৪ মার্চ) মারাত্মক হার্ট অ্যাটাকে আক্রান্ত হন তামিম ইকবাল। জাতীয় দলের অধিনায়ককে দ্রুত ভর্তি করা হয় সাভারের কে‌পি‌জে স্পেশালাইজড হাসপাতালে। সেখানে ২২ মিনিট ধরে তাকে সিপিআর এবং ৩বার ডি-সি শক দেয়ার পর পরিস্থিতি চিকিৎসকদের নিয়ন্ত্রণে আসে। এরপর এনজিওগ্রামে একটি ধমনীতে ১০০ ভাগ ব্লক ধরা পড়লে সেখানে রিং (স্টেন্ট) বসানো হয়।

আশার কথা হচ্ছে রিং বসানোর পর জ্ঞান ফিরেছে তামিম ইকবালের। অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে ছুটে যাওয়া পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন বলেও জানা গেছে।

জাতীয় দলের সাবেক এই অধিনায়কের আকস্মিক অসুস্থতায় বিস্মিত তার সতীর্থ থেকে শুরু করে বিশ্বের অনেক ক্রিকেটারই। তারা তার আশু রোগমুক্তি কামনা করছেন।

জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা ফেসবুকে তার অ্যাকাউন্টে লিখেছেন, ''তোর কাছে যাইতে পারলাম না ভাডি। মহান আল্লাহ তোর সহায় হোন। দ্রুত সুস্থ হয়ে ফিরে আয়, ইনশাল্লাহ।'

লিটন দাস লিখেছেন, '‘দ্রুত সুস্থ হন, তামিম ভাই। আপনার দ্রুত সুস্থতা কামনা করছি। আপনার জন্য দোয়া রইল।'

জাতীয় দলের আরেক ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত লিখেছেন, 'মাঠে হার্ট অ্যাটাক, লাইফ সাপোর্টে তামিম ইকবাল ভাই। অনেক অনেক দোয়া আপনার জন্য রইল, ভাই।'

জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদও তামিমের জন্য দোয়া চেয়ে লিখেছেন, 'প্লিজ, সবাই তামিম ভাইয়ের দ্রুত আরোগ্যের জন্য দোয়া করুন।'

শ্রীলঙ্কার কিংবদন্তি লাসিথ মালিঙ্গাও তামিমের অসুস্থতায় উদ্বিঘ্ন। ফেসবুকে তার অফিসিয়াল পেজে লেখা হয়েছে, 'তামিমের দ্রুত ও পরিপূর্ণ সুস্থতা কামনা করছি। লড়াই চালিয়ে যাও, যেভাবে মাঠে সবসময় করে দেখিয়েছ।'

আইপিএলের ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সও তামিমের সুস্থতা কামনা করে পোস্ট দিয়েছে, 'তামিম ইকবাল, তাড়াতাড়ি সেরে ওঠো। পুরো ক্রিকেট মহল তোমার জন্য প্রার্থনা করছে।'

জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং ধারাভাষ্যকার আতহার আলী খান লিখেছেন, 'তামিমের জন্য দোয়া এবং দ্রুত সুস্থতা কামনায় সবার কাছে দোয়ার দরখাস্ত রইলো। আল্লাহ তায়ালা তাকে যত তাড়াতাড়ি সম্ভব পরিপূর্ণ সুস্থ হয়ে ওঠার শক্তি ও সাহস দিন। আমিন।'

(ঢাকাটাইমস/২৪ মার্চ/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যে কারণে ৩৬ রিয়েল এস্টেট কোম্পানির নিবন্ধন বাতিল করল সরকার
গ্রীষ্মে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকবে: বিপিডিবি চেয়ারম্যান
উত্তরা, আগারগাঁও, কচুক্ষেতে জোরপূর্বক গুমের প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা
বৈষম্যবিরোধীরা রক্ষীবাহিনী মতো আচরণ করছে: ছাত্রদল সম্পাদক 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা