শার্শায় রক্তাক্ত মরদেহ উদ্ধার

বেনাপোল প্রতিনিধি
  প্রকাশিত : ৩১ মার্চ ২০২৫, ১৪:১০
অ- অ+

যশোরের শার্শায় ইটভাটার পাশ থেকে জামাল হোসেন (৩০) নামের এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় মরদেহের পাশ থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

রবিবার রাত ১০টার দিকে উপজেলার গোগা ইউনিয়নের ইছাপুর শফি ভাটার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেন শার্শা থানা পুলিশ।

নিহত যুবক সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার চান্দুড়িয়া কাদপুর গ্রামের আয়ুব হোসেনের ছেলে।

পুলিশ জানায়, উপজেলার বালুন্ডা-সেতাই সড়কের গোগা ইউনিয়নের ইছাপুর গ্রামের শফি ভাটার পাশে একটি কালো রঙের মোটরসাইকেল ও একটি মরদেহ পড়ে আছে- এমন খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। মরদেহের পাশে ২ জোড়া স্যান্ডেল ও ৪/৫টি মেহগনি গাছের কাঠের চলা পড়ে ছিল। নিহতের মুখ ও মাথায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

তথ্যনুসন্ধানে জানা গেছে, নিহত জামাল মাদক চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন এবং তিনি সাতক্ষীরা জেলার কলারোয়া সীমান্ত এলাকা থেকে ফেনসিডিল বহন করে শার্শা ও বেনাপোল পোর্ট থানার বিভিন্ন মাদককারবারির কাছে পৌঁছে দেওয়ার কাজ করতেন। ঘটনার দিন জামাল ও তার সহযোগী জাহিদ মাদক পৌঁছে দিতে ওই এলাকায় গিয়েছিলেন। ঘটনার পর জাহিদের কোানো খোঁজ পাওয়া না গেলেও সোমবার সকালে তাকে আটক করেছে পুলিশ।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, নিহতের সঙ্গে থাকা জাহিদকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের পর সঠিক ঘটনা জানা যাবে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/৩১মার্চ/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা