যশোরে ঈদের দিনে পটকা ফোটানো নিয়ে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ৪

যশোর প্রতিনিধি
  প্রকাশিত : ০১ এপ্রিল ২০২৫, ০৮:৪৭
অ- অ+

যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের পাগলাদহ গ্রামে ঈদের দিন পটকা ফোটানোকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে অলিদ হোসেন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি নওদাগ্রামের বিশ্বাসবাড়ী মোড় এলাকার হৃদয় হোসেনের ছেলে।

এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। তারা হলেন একই এলাকার বহর আলীর ছেলে আরিফ হোসেন (১৭), লুৎফর মোল্লার ছেলে রিপন হোসেন (৪০), তার ছেলে আপন (১৭) ও সাইদের ছেলে শামীম হোসেন (১৭)।

সূত্র জানায়, হতাহতরা ঈদের দিন রাত ৯টার দিকে পাগলাদহ গ্রামে পটকা ফোটাচ্ছিলেন। এ সময় তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। নিজেদের মধ্যে ছুরিকাঘাতে আহত হন তারা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক অলিদকে মৃত ঘোষণা করেন। বাকিরা হাসপাতালে সার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, “আসামি আটক করতে পুলিশ অভিযানে আছে।”

(ঢাকাটাইমস/০১এপ্রিল/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিপুল সমাগমে নয়াপল্টনে চলছে শ্রমিকদলের সমাবেশ
রূপগঞ্জে গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণ: দগ্ধ ৩ 
শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়: প্রধান উপদেষ্টা
শিবচরে প্রতিবন্ধী ছেলেকে সেতু থেকে ফেলে দেওয়ার অভিযোগ মায়ের বিরুদ্ধে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা