বোয়ালমারীতে অতিরিক্ত ভাড়া নেওয়ায় গোল্ডেন লাইন পরিবহনকে জরিমানা

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ এপ্রিল ২০২৫, ১৮:১০| আপডেট : ১০ এপ্রিল ২০২৫, ১৮:১২
অ- অ+

ফরিদপুরের বোয়ালমারীতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে রাজধানীগামী পরিবহন সংস্থা গোল্ডেন লাইন পরিবহনকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম তানভীর হাসান চৌধুরী।

বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে বোয়ালমারী পুরনো বাসস্ট্যান্ড সংলগ্ন গোল্ডেন লাইন পরিবহনের কাউন্টারে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়ায় পরিবহনটিকে এ জরিমানা করা হয়। ঢাকাগামী এক যাত্রীর অভিযোগের প্রেক্ষিতে গোল্ডেন লাইন পরিবহনের বোয়ালমারী কাউন্টারে অভিযান চালিয়ে নির্ধারিত ভাড়া ৫০০ টাকার স্থলে ১০০ টাকা বেশি ভাড়া নেওয়ার প্রমাণ পায় নির্বাহী হাকিম। এসময় ভাড়া তালিকা না থাকা ও ভোক্তা অধিকার ক্ষুন্ন হওয়ায় ভ্রাম্যমাণ আদালত বোয়ালমারীস্থ গোল্ডেন লাইন কাউন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

বোয়ালমারীস্থ কাউন্টার ব্যবস্থাপক গিয়াসউদ্দিন খান জানান, স্বাভাবিক সময় গোল্ডেন লাইনের নির্দিষ্ট ভাড়া ৫০০ টাকা, ঈদ উপলক্ষে টিকিট প্রতি ১০০ টাকা বেশি নেওয়া হচ্ছে, তার কারণ বোয়ালমারী থেকে প্রতিটি টিপ যাত্রী বোঝাই গেলেও ঢাকা থেকে ফিরতি গাড়িতে যাত্রী থাকে না, যে কারণে যাত্রীদের নিবিড় সেবা দেওয়ার লক্ষ্যে পরিবহন কর্তৃপক্ষ কেন্দ্র থেকে ১০০ টাকা ভাড়া বেশি নির্ধারণ করেছে। আমরা শুধু অনলাইনে টিকিট বিক্রি করে থাকি। ভাড়া নির্ধারণের এখতিয়ার আমাদের নেই।

এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম তানভীর হাসান চৌধুরী জানান, গোল্ডেন লাইন বাস কর্তৃপক্ষ যাত্রীদের কাছ থেকে ভাড়া বেশি নেওয়ায় এবং ভাড়ার তালিকা টানানো না থাকার কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সাধারণ মানুষের অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

(ঢাকা টাইমস/১০এপ্রিল/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ওষুধ ছাড়াই ঘরোয়া উপায়ে দূর করুন হজমের সমস্যা
সব দেশের সার্বভৌমত্বকে সম্মান করে বাংলাদেশ: প্রেস সচিব
মে দিবস ২০২৫-এ বয়ে আনুক কর্মজীবীদের আশার আলো
৩২ বছর পর ৩১ জুলাই হতে যাচ্ছে জাকসু নির্বাচন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা