গাজাজুড়ে  হামলায় নিহত ৩২, খান ইউনিসে ১৩ জনের এক পরিবার  নিশ্চিহ্ন

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ এপ্রিল ২০২৫, ০৯:১৭
অ- অ+

গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৩২ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার গাজাজুড়ে হামলায় এসব হত্যাকাণ্ড ঘটে বলে চিকিৎসা সূত্র জানিয়েছে। এরপর শুক্রবার সকালে খান ইউনিসের একটি বাড়িতে ইসরায়েলি হামলায় ১৩ জনের একটি পরিবারকে হত্যা করা হয়। খবর আল জাজিরা।

আল জাজিরার গাজা প্রতিনিধিরা জানিয়েছেন, বেসামরিক ও মানবিক সহায়তা অবকাঠামোর উপর অব্যাহত এবং ‘ইচ্ছাকৃত’ হামলার মধ্যে দক্ষিণ খান ইউনিসের তাঁবু আশ্রয়কেন্দ্রে ইসরায়েলি হামলায় আরও একটি পরিবার নিশ্চিহ্ন হয়ে গেছে।

১২টি সাহায্য সংস্থার একটি দল বলছে যে গাজা ‘আমাদের প্রজন্মের সবচেয়ে খারাপ মানবিক ব্যর্থতাগুলির মধ্যে একটি’।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ১৮ মাস আগে গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কমপক্ষে ৫১ হাজার ৬৫ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ১৬ হাজার ৫০৫ জন আহত হয়েছে।

গাজা সরকারি মিডিয়া অফিস তাদের মৃতের সংখ্যা আপডেট করে ৬১ হাজার ৭০০ জনেরও বেশি বলেছে। ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার মানুষকে মৃত বলে ধরে নেওয়া হচ্ছে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাস-নেতৃত্বাধীন হামলায় ইসরায়েলে কমপক্ষে ১১৩৯ জন নিহত হন এবং ২০০ জনেরও বেশিকে বন্দী করা হয়।

(ঢাকাটাইমস/১৮এপ্রিল/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আইভীকে বহনকারী পুলিশের গাড়িতে হামলা, আহত ৫
বিএনপির সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্য কার্টার সেন্টারের প্রতিনিধি দলের বৈঠক
আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে জনগণ সিদ্ধান্ত নেবে: মঈন খান
নির্বাচন বিলম্বিত হলে জনগণই রাস্তায় নামবে: ফারুক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা