দলে দলে কায়কোবাদের জনসভায় আসছে সর্বস্তরের মানুষ

দীর্ঘ ১৭ বছর পর কুমিল্লার মুরাদনগরে বিএনপির ভাইস-চেয়ারম্যান ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী ও হুইপ এবং পাঁচবারের সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের আগমন উপলক্ষে আয়োজিত জনসভায় দলে দলে আসা শুরু করছে কুমিল্লা-৩ আসনের বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণির মানুষ।
শনিবার বিকালে মুরাদনগর উপজেলার সামছুল হক কলেজ মাঠ প্রাঙ্গণে এ জনসভাটি অনুষ্ঠিত হবে।
পূর্বঘোষিত এ জনসভায় যোগ দিতে এদিন দুপুর ২টার পর থেকেই আসা শুরু করে বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। ঢাক-ঢোল, বাঁশি, বিএনপির দলীয় পতাকা, হলুদ ক্যাপ মাথায় দিতে নেতা-কর্মীদের জনসভায় আসতে দেখা যায়।
এদিন বেশ উৎফুল্লভাবে সকলকে জনসভায় আসতে দেখা যায়। তারা বলেন, দীর্ঘ ১৭ বছর পর মুরাদনগরের মাটিতে কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের (দাদাভাই) আগমন হতে যাচ্ছে। এটি যেন তাদের কাছে ঈদের চেয়েও বেশি আনন্দ। একইসঙ্গে বিপুল জনপ্রিয় এই নেতার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দেওয়ার কথাও জানান তারা।
এদিকে জনসভাকে কেন্দ্র করে সামছুল হক কলেজ মাঠ ও এর আশেপাশের এলাকায় নিরাপত্তা দিচ্ছে পুলিশ।
(ঢাকাটাইমস/১৯এপ্রিল/এলএম/এমআর)

মন্তব্য করুন