হবিগঞ্জে আগুনে ১৫ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষয়ক্ষতি

নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ
  প্রকাশিত : ১৯ এপ্রিল ২০২৫, ১৮:৩৮
অ- অ+

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় মাত্র এক ঘণ্টার আগুনে ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।

শুক্রবার রাত ৩টার দিকে উপজেলার শাহজিবাজার এলাকার সুতাং উত্তর বাজারে আমেরিকা প্রবাসী মেরাজ মিয়ার মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছেন শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুল ইসলাম।

এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের এ কর্মবর্তা বলেন, রাত ৩টার দিকে ওই মার্কেটে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন বাজারের অন্য দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে।

আগুনে মার্কেটের ধানের গুদাম, লেপ-তোষক, ওষুধের ফার্মেসি, মোরগের ফার্ম, মুদি মাল, চায়ের স্টল, লাইব্রেরি, ফার্নিচার, রেস্টুরেন্ট ও সারের ডিলারসহ ১৫টি দোকান পুড়ে যায়।

স্টেশন অফিসার আরিফুল ইসলাম বলেন, আগুনের ক্ষয়ক্ষতির বিস্তারিত এখনো জানা না গেলেও ব্যবসায়ীদের দাবি আগুনে তাদের কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে।

(ঢাকা টাইমস/১৯এপ্রিল/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আধুনিক বিমান বাহিনী গড়ে তুলতে প্রচেষ্টা অব্যাহত থাকবে: প্রধান উপদেষ্টা
রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন 
ক্রান্তিকালে দেশ, আয় কমছে শ্রমজীবী মানুষের: রিজভী
পিপিএম পদক পেলেন এসপি কুদরত-ই-খুদা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা