সদরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ  

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ এপ্রিল ২০২৫, ১৮:৪৭
অ- অ+

ফরিদপুরের সদরপুরে সরকারি জমিতে নির্মিত অবৈধভাবে গড়ে উঠা মোটরশ্রমিক মালিক সমিতির অফিস, টিনশেড ঘর, আধাপাকা দোকান উচ্ছেদ করেছেন ভ্রাম্যমান আদালত।

রবিবার দুপুরে সদরপুর স্টেডিয়াম সংলগ্ন খালপাড়ে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সদরপুর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা।

সরজমিনে দেখা যায়, বিদ্যুতের লাইনম্যান দ্বারা অবৈধ দোকানের বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করার পর ভেকু দিয়ে দোকান, কাঁচাপাকা মেঝে, টিনের চাল, আধাপাকা ওয়াল গুঁড়িয়ে দেয়।

এ প্রসঙ্গে সুজন নামের এক স্থানীয় অধিবাসী প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে বলেন, অবৈধ স্থাপনা উচ্ছেদ হওয়ায় ভাল লাগছে। মনে হচ্ছে আমরা শৈশবে ফিরে গিয়েছি। এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা বলেন, সরকারি জমি উদ্ধার অভিযান প্রশাসনের নিয়মিত কাজের অংশ। যতদিন প্রয়োজন হবে এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিন, বিদ্যুৎ আবাসিক প্রকৌশলী আবুল কালাম আজাদ প্রমুখ।

(ঢাকা টাইমস/২০এপ্রিল/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা