রাজনীতিতে ধীরে ধীরে অদৃশ্য শক্তি দৃশ্যমান হচ্ছে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ এপ্রিল ২০২৫, ২২:৩৮
অ- অ+

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘রাজনীতিতে ধীরে ধীরে অদৃশ্য শক্তি দৃশ্যমান হচ্ছে এবং একইসঙ্গে সক্রিয় হচ্ছে ফ্যাসিবাদি ষড়যন্ত্রকারীরা। এদেরকে শক্তহাতে মোকাবেলা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অন্যথায় সব অর্জন ব্যর্থ হয়ে যাবে।’

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘যেকোনো মূল্যে আমাদের সুদৃঢ় ঐক্য ধরে রাখতে হবে। সকল অশুভ শক্তিকে পরাজিত করে ইস্পাত-কঠিন ঐক্যের ভিত্তিতে আমাদের এগিয়ে যেতে হবে।’

মঙ্গলবার বিকালে রংপুর বিভাগের তিন জেলা গাইবান্ধা, লালমনিরহাট ও কুড়িগ্রামে প্রশিক্ষণ কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়াল প্লাটফর্মে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এছাড়াও তিনি কর্মশালায় অংশগ্রহণকারী নেতা-কর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

বিএনপি’র কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক কমিটির উদ্যোগে ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি’ শীর্ষক এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘যখন স্বৈরাচারের ভয়ে কেউ কথা বলতে সাহস পায়নি, তখন আওয়ামী লীগের রক্তচক্ষুকে উপেক্ষা করে সংস্কার প্রস্তাব দিয়েছিল বিএনপি। এ প্রস্তাব সাধারণ মানুষের দোড়গোড়ায় পৌঁছে দিতে নেতাকর্মীরা কাজ করছে। বিএনপি জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়েছে, যদি সুষ্ঠু ভোটে ক্ষমতায় আসে, তাহলে ৩১ দফা বাস্তবায়ন করা হবে।’

তিনি আরও বলেন, ‘টেইক ব্যাক বাংলাদেশ’র সামান্য একটি অংশ অর্জিত হয়েছে, সম্পূর্নভাবে এখনও আমরা এটি অর্জন করতে সক্ষম হইনি। আমার দেশের মানুষ যখন তার রাজনৈতিক অধিকার প্রয়োগ করতে পারবে, যখন আমরা বলতে পারবো- এদেশের মানুষের অধিকার কম-বেশি প্রতিষ্ঠিত হয়েছে, মানুষের অর্থনৈতিক স্বাধীনতা যখন কমবেশি প্রতিষ্ঠিত হবে, স্বাস্থ্য ব্যবস্থাকে যখন মোটামুটিভাবে আমরা প্রত্যেকের কাছে পৌঁছে দিতে পারবো, এই দেশের নারীদের ক্ষমতায়ন যখন আমরা করতে পারবো, এই দেশের বেকার সমস্যার কমবেশি সমাধান আমরা করতে পারবো, তখনই আমরা বলতে পারবো- ‘টেইক ব্যাক বাংলাদেশ’ কিছুটা হলেও বাস্তবায়ন হচ্ছে।’

দেশের স্বাস্থ্য সেবার প্রতি গূরত্বারোপ করে তারেক রহমান বলেন, ‘প্রতিরোধ ভিত্তিক স্বাস্থ্য সেবাকে গুরুত্ব দিয়ে আগামী দশ বছরের মধ্যে একটি সুস্থ তরুণ প্রজন্ম গড়ে তোলাই আমাদের লক্ষ্য। এছাড়া, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা পাঠক্রমে মানবিক মূল্যবোধকে প্রাধান্য দিয়ে সুনাগরিক আর নেতৃত্ব প্রদানে সক্ষম তারুণ্য গড়তে চাই আমরা।’

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, প্রাথমিক শিক্ষার পাশাপাশি সংস্কৃতি ও খেলাধুলা একটি বড় বিষয়। পড়াশোনার পাশাপাশি শিশুরা যেন বাধ্যতামূলকভাবে সংস্কৃতি ও খেলাধুলাসহ সব ধরনের কার্যক্রমে যুক্ত থাকে। এর ফলে যেমন তাদের মানসিক বিকাশ ঘটবে, তেমনি শারীরিক বিকাশও হবে।

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেছেন, ‘সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু পরিচয়কে নির্বাসনে পাঠিয়ে সবার অংশ গ্রহণে আমরা সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই। তিনি বলেন, এ পর্যন্ত দেশের উন্নয়ন-অগ্রগতিতে যতো কাজ হয়েছে, এর ৭০ ভাগই হয়েছে বিএনপি’র শাসনামলে।’

আয়তনের দিক থেকে বড় না হলেও জনসংখ্যার ভিত্তিতে বাংলাদেশ অনেক বড়’- এ কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এই দেশে অঞ্চল ভিত্তিক সাহিত্য, সাংস্কৃতি, কৃষ্টি ও সংস্কৃতির আলাদা কিছু বৈশিষ্ট্য রয়েছে। লালমনিরহাটের যেমন সাহিত্য ও সাংস্কৃতিক কিছু বৈশিষ্ট্য আছে, তেমনি কুড়িগ্রাম, চট্টগ্রাম, কুষ্টিয়াতেও রয়েছে ভিন্ন ভিন্ন কৃষ্টি ও সংস্কৃতি। এ বৈচিত্র্যই হচ্ছে আমাদের ঐতিহ্য।’

তিনি আরও বলেন, বিএনপি যখনই দেশ পরিচালনার সুযোগ পেয়েছে, দেশীয় কৃষ্টি-সংস্কৃতিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছে। ‘আমরা জানি, গত ১৭ বছর বহু সংস্কৃতিকর্মী কষ্টে জীবনযাপন করেছেন, চিকিৎসার অভাবে দুর্ভোগে পড়েছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় অনেক সংস্কৃতিকর্মীকে সহায়তা করা হয়েছিল। আমাদের সামগ্রিক চিন্তার মধ্যে রয়েছে এই সংস্কৃতিকে এগিয়ে নেওয়া। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রেও সংস্কৃতি ও খেলাধুলার বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে। শিশুদের বাধ্যতামূলকভাবে এই কার্যক্রমে যুক্ত করা হবে যাতে তারা মানসিক ও শারীরিকভাবে বিকশিত হতে পারে।’

ছাত্রদলের কেন্দ্রীয় নেতা ইকবাল হোসেন শ্যামলের সঞ্চালনায় ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রাশেদা বেগম হীরা, নেওয়াজ হালিমা আরলি প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। এছাড়াও প্রশিক্ষণ কর্মশালায় লালমনিরহাট জেলার পাঁচ উপজেলার দুই শতাধিক নেতৃবৃন্দ অংশ নেন।

(ঢাকাটাইমস/২২এপ্রিল/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গণতন্ত্রের সমাজভূমি নির্মিত হলেই শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা পাবে: তারেক রহমান
শেখ পরিবারের ৫ সদস্যের জমি-বাড়ি ক্রোক, রিসিভার নিয়োগের আদেশ
ধাওয়া খেয়ে পিছু হটল ভারতের চার যুদ্ধবিমান
নিজের ওপর চলা নির্যাতনের বর্ণনা দিয়ে বিচার চাইলেন রাশেদ খান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা