জমি নিয়ে বিরোধে ছাত্রলীগ নেতাদের হামলায় যুবদল নেতাসহ আহত ৫

জামালপুর প্রতিনিধ, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ এপ্রিল ২০২৫, ১৭:২২
অ- অ+

জামালপুরের সরিষাবাড়িতে জমি নিয়ে বিরোধের জেরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের হামলায় আহত হয়েছেন যুবদল নেতাসহ পাঁচজন। আহত যুবদল নেতাটি এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন।

আহতদের অভিযোগ, সরিষাবাড়ি উপজেলার মহাদান ইউনিয়নে মঙ্গলবার দুপুরে সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের সমর্থকদের হামলার শিকার হয়েছেন তারা।

হামলার কারণ সম্পর্কে আহতরা জানান, তাদের জমিজমা আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় জোরপূর্বক দখল করে রেখেছিল হামলাকারীরা। সরকার পতনের পর সেই জমি ফেরত চাওয়া নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।

এর জের ধরে গতকাল দুপুরে মহাদান ইউনিয়নের মলদায়ি গ্রামে ডা. মুরাদ হাসানের সমর্থক ছাত্রলীগ নেতা ফারুক, রুবেল সাব্বিরের নেতৃত্বে যুবদল নেতার ওপর হামলা হয়। তারা কুপিয়ে আহত করে যুবদল নেতা আক্তার হোসেনকে। এ ঘটনায় নওশাদ শেখসহ আরো ৪-৫ জন আহত হন।

মারাত্মক আহত আক্তারকে প্রথমে সরিষাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাদের বাধার মুখে চিকিৎসা নিতে না পেরে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে জানতে প্রতিপক্ষ ফারুক হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

সরিষাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া বলেন, জমিজমা নিয়ে বড় ধরনের মারামারি হয়েছে। এই ঘটনায় এক পক্ষ থেকে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। যারা প্রকৃত দোষী তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/২৩এপ্রিল/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শেখ পরিবারের ৫ সদস্যের জমি-বাড়ি ক্রোক, রিসিভার নিয়োগের আদেশ
ধাওয়া খেয়ে পিছু হটল ভারতের চার যুদ্ধবিমান
নিজের ওপর চলা নির্যাতনের বর্ণনা দিয়ে বিচার চাইলেন রাশেদ খান
এসপি পদমর্যাদার ১৪ কর্মকর্তার বদলি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা