জরুরি অভিযানে যেতে উল্টো পথে ওসির গাড়ি, রাস্তা আটকালো ট্রাক, অতঃপর...

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ এপ্রিল ২০২৫, ১৮:১৬
অ- অ+

রাত দুইটা। ওয়ারলেসে বার্তা এলো ছিনতাইয়ের ঘটনার। তড়িৎগতিতে থানা থেকে বেরিয়ে যায় পুলিশের একটি দল। বার্তা পেয়ে পুলিশের টহল দলের পিছু নেয় ওসিকে বহনকারী আরও একটি গাড়ি। ধাওয়া করে ছিনতাইকারীদের প্রাইভেটকার।

তবে পুলিশের একটি গাড়ি আগে চলে গেলেও যানজটের কারণে সড়কে আটকে যায় ওসিকে বহনকারী গাড়িটি। তখন রাত ২টা এক মিনিট। ছিনতাইকারীদের মাইক্রোবাস ধরতে সাইন্সল্যাব মোড়ে উল্টোপথে ঢুকিয়ে দেন গাড়ি চালক। তবে বিপত্তি বাঁধে এক ট্রাকের কান্ডে। উল্টোপথে পুলিশের গাড়ি গেলেও ট্রাকচালক ট্রাক দিয়ে আটকে দেন পুলিশের গাড়িকে। এই নিয়ে উভয়পক্ষের মধ্যে চলে কথা কাটাকাটি। পরে চালক ও তার সহকারীকে আটক করে টহল পুলিশের কাছে বুঝিয়ে দেওয়া হয়। এরপর রওনা দেন সেই ছিনতাইকারীদের ধরতে। তবে সু-চতুর ওই ট্রাকচালক ঘটনার একটি অংশ ভিডিও করে তা সামাজিক মাধ্যমে ছেড়ে দেন। যা মুহূর্তে ভাইরাল হয়। অনেকে পুলিশের পক্ষে অবস্থান নিলেও কেউ কেউ পুলিশকে দোষারোপ করতে থাকেন।

জানা গেছে, ঘটনাটি ঘটে নিউ মার্কেট থানার ওসি মো. মোহসীন উদ্দিন ও তার বহনকারী গাড়ির সঙ্গে। এর আগে সাইন্সল্যাব এলাকায় ঢাকা কলেজ-সিটি কলেজের মুখোমুখি সংঘর্ষে দিনভর সেখানে অবস্থান নেন থানার ওসি, পুলিশ সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনেক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন— সারাদিন ক্লান্ত শরীর নিয়ে নাওয়া-খাওয়ায় করতে পারে না পুলিশ সদস্যরা। এরমধ্যে ঢাকাবাসীকে নিরাপত্তা দিতে তারা দিন-রাত নিরলস চেষ্টা করে যাচ্ছেন। তাদের মনোবলে চির ধরাতে এই শ্রেণির মানুষ অপপ্রচারে ব্যস্ত। যার একটি অংশ ওই মাদকাসক্ত ট্রাকচালকের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা।

ফেসবুকে ভাইরাল হওয়া ওই ভিডিওর মন্তব্যের ঘরে মো. এমদাদুল হক নামের একজন লিখেছেন, পুলিশ, ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্সকে জনস্বার্থে জরুরি ভিত্তিতে চলাচল করতে হয়। তাই সমালোচনা করার আগে পরিস্থিতি দেখেন। পুলিশ কোন কাজে যেতে বিলম্ব হইলে জনগণ পুলিশের গুষ্টি উদ্ধার করে।

গাজী আব্দুল আজিজ নামের অপর এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ট্রাক ড্রাইভারের আচরণ মনে হচ্ছে পূর্ব পরিকল্পিত। কারণ সে আগে থেকেই ভিডিও করছিল। সে গাড়ি দেখেনি বললেও পুলিশ এর গাড়ির হুডার ও লাইট জ্বালিয়ে আসছিল। রাষ্ট্রীয় দায়িত্ব পালনের সময় পুলিশ, ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও জরুরি প্রয়োজনীয় গাড়ি উল্টো পথে আসা যায়।

এবি রহমান নামের আরেকজন লিখেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি উল্টোপথে ইমার্জেন্সি কাজে আসতেই পারে। তাছাড়া ঐ গাড়িটা তো হুটার বাজিয়ে আসছিলো, না দেখা-না শোনার তো কিছু দেখি না।

ওসি মহসিনের বয়ানে ঘটনার বিস্তারিত

ঢাকাটাইমসের সঙ্গে আলাপকালে নিউমার্কেট থানার ওসি মোহসীন বলেন, গতরাতে নিউমার্কেট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনকালে প্রাইভেটকারে করে ছিনতাইয়ের ঘটনার খবর পেয়ে আমরা গাড়িটিকে ধাওয়া করেছিলাম। আমার গাড়িচালক সাইন্সল্যাব মোড়ের ডানদিক দিয়ে ঢুকে পড়লে এই ঘটনা ঘটে। এসময় পুলিশের গাড়ির হুটার ও সিগন্যাল দেখে উত্তর দিক থেকে আসা একটি ট্রাক ও প্রাইভেটকার আমাদের গাড়িকে সাইড দিলেও কুড়িয়ারের গাড়িটি বাম দিক দিয়ে এসে আমাদের গাড়ি ওভারট্রেকিংয়ের চেষ্টা করে এবং আমাদের গাড়ি মুখোমুখি আটকে দেয়। এসময় তাদের সাইড দিতে বলা হলেও তারা সাইড না দিয়ে তর্ক করে এবং আমাদের সামনে সিগারেট টানতে থাকে। এসময় বাকবিতণ্ডার এক পর্যায়ে আমি লাঠি দিয়ে তাদের হাত থেকে স্টিকটি ফেলে দেই। পরবর্তীতে ওই ট্রাকের চালক ও তার সহকারীকে টহলকারী একটি টিমের কাছে দিয়ে আমি ছিনতাইকারীদের ধাওয়া করি।

তবে মাঝপথে ট্রাকের বিঘ্নতার কারণে ছিনতাইদের প্রাইভেটকারটি ধরা যায়নি বলেও জানান তিনি। পরবর্তীতে বুধবার সকালে চালক ও তার সহকারীকে ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে ডিএমপির নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) তারিক লতিফ ঢাকাটাইমস বলেন, ডিসি স্যারের নির্দেশে আটক দুজনকে ছেড়ে দেওয়া হয়েছে। পাশাপাশি ঘটনাটি নিয়ে তদন্ত করা হচ্ছে।

(ঢাকাটাইমস/২৩এপ্রিল/এলএম/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
সাংবাদিক সাইদুরের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ 
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত রিপোর্ট দাখিল সোমবার
এবার বাংলাদেশের চার টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ করল ভারত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা