গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের স্নাতকে ভর্তি পরীক্ষা শুক্রবার

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৪ এপ্রিল ২০২৫, ২১:৪৮
অ- অ+

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুক্রবার ‘সি’ ইউনিটের মধ্য দিয়ে শুরু হচ্ছে। এরপর ‘বি’ ইউনিট ২ মে এবং ‘এ’ ইউনিট ৯ মে তারিখে অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষাগুলো সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে আয়োজনের লক্ষ্যে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দের সভাপতিত্বে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের উপস্থিতিতে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভা শেষে কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ জানান, সভায় পরীক্ষার সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করা হয় এবং সকল প্রস্তুতি সন্তোষজনক বলে মত প্রকাশ করা হয়।

এছাড়া যথাসময়ে পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর আন্তরিক সহযোগিতার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।

যেসব কেন্দ্রে পরীক্ষা হবে

১. ইসলামী বিশ্ববিদ্যালয় (কুষ্টিয়া) ২. মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, (টাঙ্গাইল) ৩. পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পটুয়াখালী) ৪. নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(নোয়াখালী) ৫. জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (ত্রিশাল, ময়মনসিংহ) ৬. যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(যশোর) ৭. বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়(রংপুর) ৮. পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(পাবনা) ৯. গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোপালগঞ্জ) ১০. বরিশাল বিশ্ববিদ্যালয় (বরিশাল) ১১ রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাঙ্গামাটি) ১২. রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (সিরাজগঞ্জ) ১৩. গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি (গাজীপুর) ১৪, নেত্রকোণা বিশ্ববিদ্যালয়(নেত্রকোণা) ১৫. জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, (জামালপুর) ১৬, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় (কিশোরগঞ্জ) ১৭. চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(চাঁদপুর)১৮. সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(সুনামগঞ্জ ) ১৯. পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(পিরোজপুর) ও ২০. ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাকা)।

(ঢাকাটাইমস/২৪এপ্রিল/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত, আহত ১০
মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা, ৬ জনকে আটক করেছে র‍্যাব
আগে বিচার ও সংস্কার তারপর নির্বাচন: নাহিদ ইসলাম
বিএইচবিএফসি'র প্রথম পুরস্কার অর্জন 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা