৩৪তম বিসিএস অল ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল, সম্পাদক জুয়েল রানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ এপ্রিল ২০২৫, ১৯:২০
অ- অ+

৩৪তম বিসিএস অল ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হয়েছেন রূপগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জয়। এছাড়া সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. জুয়েল রানিই

শুক্রবার রমনার অফিসার্স ক্লাবে এক বিশেষ সভায় এই কমিটি গঠন করা হয় বলে ৩৪তম বিসিএস অল ক্যাডার অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩৪ বিসিএস অল ক্যাডার অ্যাসোসিয়েশন এক বিশেষ সভা বাংলাদেশ অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় নতুন কমিটি গঠনসংক্রান্ত আলোচনা করা হয়। এমতাবস্থায় পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের লক্ষ্যে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। ওই নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে মনোনীত হোন মানসুর আলী, ডিসিটি, কর ক্যাডার। এছাড়া সদস্য হিসেবে মনোনীত হোন প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারীর একান্ত সচিব আবিদুর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার রাসেল মনির।

পরবর্তীতে ঐক্যমত্যের ভিত্তিতে নির্বাচনের মাধ্যমে দুই সদস্যদের কমিটি গঠনের বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদায়ী কমিটির সভাপতি মো. আজিজুর রহমান, সিনিয়র সহকারী সচিব, পরিকল্পনা কমিশন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নব-নির্বাচিত কমিটি আগামী ৩০ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।

(ঢাকাটাইমস/২৫এপ্রিল/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডোনাল্ড ট্রাম্পের ১০০ দিন: যুক্তরাষ্ট্রের পাশাপাশি গোটা বিশ্ব পরিচালনার দাবি
গুলশান থানার মামলায় গ্রেপ্তার দেখানো হলো অভিনেতা সিদ্দিককে
রংপুরে রোহিঙ্গা নারীকে জন্মনিবন্ধন দেওয়ায় ইউপি চেয়ারম্যান বরখাস্ত
৬০ ঘণ্টার মধ্যে পাকিস্তানে আক্রমণ করতে পারে ভারত: আশঙ্কা পাক তথ্যমন্ত্রীর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা