আখাউড়ায় কৃষি ব্যাংকে রেমিট্যান্স পাঠিয়ে উপহার

আঞ্চলিক প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
  প্রকাশিত : ২৮ এপ্রিল ২০২৫, ১৮:১৬
অ- অ+

বাংলাদেশ কৃষি ব্যাংকে রেমিট্যান্স পাঠিয়ে মিলছে মোটরসাইকেল, টিভি, বাইসাইকেল। রেমিট্যান্স উৎসব-২০২৫ উপলক্ষে এসব উপহার দেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে ব্যাংকটির আখাউড়ার শাখার গ্রাহক উপজেলার মনিয়ন্দ গ্রামের আশিককে একটি বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে। রেমিট্যান্স পাঠিয়ে তিনি তৃতীয় স্থান অধিকার করেন।

সোমবার সকালে আখাউড়ার লাল বাজারে অবস্থিত ব্যাংকের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে বাইসাইকেল তুলে দেওয়া হয়।

শাখা ব্যবস্থাপক রেজাউল করিম খন্দকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক আশরাফুজ্জামান খান। বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার মুখ্য আঞ্চলিক কার্যালয়ের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ ইউছুফ খান।

এ সময় কর্মকর্তারা বলেন, প্রান্তিক পর্যায়ের মানুষের জন্য কাজ করে কৃষি ব্যাংক। সকলের সার্বিক সহযোগিতায় ব্যাংকটির সেবা আগের চেয়ে অনেক উন্নত।

ঈদুল ফিতর উপলক্ষে ১ মার্চ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত এ উৎসব চলে। এরপর লটারির মাধ্যমে প্রথম পর্বে ১০টিসহ ৩১টি পুরস্কার দেওয়া হচ্ছে।

(ঢাকা টাইমস/২৮এপ্রিল/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাতে ইলিশ ধরতে নামছেন জেলেরা চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
কসবায় ৭০ লাখ টাকার ভারতীয় চশমা জব্দ
লিটারে ১ টাকা কমল সব ধরনের জ্বালানি তেলের দাম
নারী সংস্কার কমিশন মানি না, বাধ্য করলে আন্দোলন: জামায়াত আমির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা