কানাডার জাতীয় নির্বাচনে লিবারেল পার্টির জয়লাভ

কানাডার ক্ষমতাসীন লিবারেল পার্টি জাতীয় নির্বাচনে জয়লাভ করেছে।
সোমবার এই ভোট অনুষ্ঠিত হয়, যেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ এবং কানাডাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংযুক্ত করার হুমকি প্রাধান্য পেয়েছে।
দেশটির জাতীয় সম্প্রচার সংস্থা সিবিসি এবং সিটিভি নিউজ সোমবার রাতে জানিয়েছে যে, ৩৪৩ সদস্যের পার্লামেন্টে লিবারেলরা সর্বাধিক আসন জয়ের পথে রয়েছে বলে অনুমান করা হয়েছে। প্রধানমন্ত্রী মার্ক কার্নি শীর্ষ পদটি ধরে রাখবেন।
ট্রাম্পের হুমকির মুখে কানাডার পক্ষে নিজেকে একজন চ্যাম্পিয়ন হিসেবে উপস্থাপনকারী পেশাজীবী অর্থনীতিবিদ কার্নি সংখ্যাগরিষ্ঠ সরকার গঠন করতে সক্ষম হবেন কিনা, নাকি তাকে ছোট দলের সমর্থনের উপর নির্ভর করতে হবে তা স্পষ্ট নয়।
কানাডার প্রতি ট্রাম্প প্রশাসনের একাধিক নীতিকে কানাডার স্বার্থবিরোধী বলেও চিহ্নিত করা হয়।
মূলত চলতি বছরের শুরুতে যে কোনো নির্বাচনে জয়ের ব্যাপারে প্রায় নিশ্চিতই ছিল কানাডার কনজারভেটিভরা; কিন্তু ট্রাম্পের শুল্ক আর কানাডাকে “৫১তম অঙ্গরাজ্য” বানানোর ইচ্ছা উত্তর আমেরিকার এই দেশটির রাজনীতিকেই কার্যত উল্টেপাল্টে দিয়েছে। ফলে মার্ক কার্নির লিবারেল পার্টিতে ভোটের আগে সঞ্চার করে নতুন প্রাণ।
(ঢাকাটাইমস/২৯এপ্রিল/এফএ)

মন্তব্য করুন