যশোর প্রধান ডাকঘরে নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার 

যশোর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ মে ২০২৫, ১২:৩৫| আপডেট : ২৬ মে ২০২৫, ১২:৩৭
অ- অ+

যশোর প্রধান ডাকঘরের নৈশপ্রহরী রবিউল ইসলামের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রবিউল ইসলাম মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার ধুয়াইল গ্রামের আকবর আলীর ছেলে।

জানা যায়, প্রতিদিনের মতো রবিউল রাতে ডিউটি করতে আসেন। সকালে সহকর্মীরা দেখেন তার মরদেহ পড়ে আছে পেছনের একটি নির্মাণাধীন ঘরে। পরে পুলিশকে খবর দেয়া হয় । পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

রবিউলের শ্যালক শামীম জানান, তার দুলাভাই মাগুরা থেকে মাস দুয়েক আগে বদলি হয়ে আসেন। তার এক মেয়ে, এক ছেলে স্ত্রী মাগুরায় থাকেন। কেন এমনটি হয়েছে তারা বুঝতে পারছেন না।

এ বিষয়ে ডেপুটি পোস্টমাস্টার জেনারেল কার্যালয়ের সুপার মনিরুল আল নূর জানান, রবিউল তাদের নৈশপ্রহরী ছিলেন। রাতে তিনি নিয়মিত ডিউটি করেন। পাশে নির্মাণাধীন একটি ভবন রয়েছে। সকালে ওই ভবনের নিচতলার একটি রুমে রবিউলের মরদেহ পড়ে থাকতে দেখেন সহকর্মীরা। পরে তাদেরকে খবর দিলে বিষয়টি পুলিশকে জানানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিউলের গলায় দড়ি পেঁচানো ছিল। দেখে মনে হচ্ছে ঝুলে আত্মহত্যা করেছে। ওই রশি চিকন হওয়ায় পড়ে গেছে। এতে তার মাথাও ফেটে গেছে।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত জানান, পুলিশ খোঁজখবর নিচ্ছে। প্রতিষ্ঠানের বিভিন্ন সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করা হচ্ছে। লাশ মর্গে পাঠানো হয়েছে।

(ঢাকা টাইমস/২৬মে/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মামলা না থাকায় সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরাকে বাসায় পাঠিয়ে দিল পুলিশ
লিভারপুলের শিরোপা জয় উৎসবে গাড়িচাপায় আহত ৪৭
হঠাৎ করে সাইকেল গায়েব এবং উন্নত দেশের পুলিশ ব্যবস্থা
নিরাপদ মাতৃত্ব দিবস আজ, গর্ভবতী মায়ের যত্নে করণীয়
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা