আ.লীগ আর ফিরে আসবে না: সারজিস আলম

নীলফামারী প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ মে ২০২৫, ১৯:১৩
অ- অ+

আওয়ামী লীগের আর বাংলাদেশে ফিরে আসার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

সোমবার নীলফামারী জেলার ৬টি উপজেলার সফরের প্রথম ভাগে ডোমার উপজেলা বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত এক পথসভায় তিনি এমন মন্তব্য করেন।

সারজিস আলম বলেন, খুনি হাসিনার ফিরে আসার একটাই সুযোগ রয়েছে। তা হলো বিচারের কাঠগড়ায় দাঁড়ানোর জন্য।

তিনি দাবি করেন, খুনি হাসিনা ক্ষমতায় থাকার জন্য হাজার হাজার মায়ের বুক খালি করেছে। আমরা চাই তার বিচার এই বাংলাদেশেই হোক।

তিনি বলেন, বর্তমান সরকার সরাসরি কোনো দলের নয়, বরং গণ-অভ্যুত্থানের প্রতিনিধিত্ব করছে এবং রাজনৈতিক দলগুলোর পরামর্শক্রমেই দায়িত্বে এসেছে।

নির্বাচন নিয়ে সারজিস আলম বলেন, শুধু নির্বাচন দ্রুত দিতে হবে—এমন কথা হতে পারে না। নির্বাচন সুষ্ঠু, স্বচ্ছ ও গ্রহণযোগ্য করতে বিচার ও প্রয়োজনীয় সংস্কার শেষে ভোট আয়োজন করতে হবে।

মনোনয়ন বাণিজ্য নিয়ে তিনি বলেন, আগে এমপিরা টাকা দিয়ে মনোনয়ন কিনত, পরে জনগণের পকেট থেকে হাজার হাজার টাকা তুলে নিত। এবার দলমত নয়, ভালো মানুষকে নির্বাচিত করতে হবে।

তিনি আরও বলেন, ভালো মানুষকে ভালো এবং খারাপকে খারাপ বলার সাহস রাখতে হবে। তা না হলে অতীতের মতই রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি শুরু হবে।

নারী সমাজকে জাতির অর্ধেক উল্লেখ করে তিনি বলেন, ভালো প্রার্থী নির্বাচনে তাদের সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

দুর্নীতি দমন কমিশন প্রসঙ্গে তিনি বলেন, একসময় এটি দুর্নীতির আখড়া হয়ে উঠেছিল। এখন সব ধরনের দুর্নীতির বিরুদ্ধে জনগণকে সোচ্চার হতে হবে।

ভাষা ও রাজনৈতিক শিষ্টাচার নিয়েও সরজিস আলম সতর্ক করেন, যে ভাষায় আপনাদের ওপর জুলুম চালানো হয়েছে, এখন সেই ভাষা চর্চা করলে জনগণ আপনাদেরও ছুঁড়ে ফেলবে। তরুণ প্রজন্ম আর সেই সংস্কৃতি মেনে নেবে না। এসময় উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সংগঠক সারোয়ার তুষার, ড. আতিক মুজাহিদ, আলী নাছের খান, সাদিয়া ফারজানা দিনা, আসাদুল্লাহ আল গালিব, আবু সাঈদ লিওন প্রমুখ।

(ঢাকা টাইমস/২৬মে/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিম্নচাপে পরিণত হয়েছে লঘুচাপটি, ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত
সচিবালয়ে এক ঘণ্টা কর্মবিরতি পালিত, কর্মসূচি চলবে
অবশেষে বাংলাদেশে চালু হতে যাচ্ছে ‘গুগল পে’
বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপের সতর্কতায় ৩ নম্বর স্থানীয় সংকেত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা