রাজশাহী মহানগর বিএনপি নেতাকে ছুরিকাঘাত
রাজশাহী মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক বজলুর হক মন্টুকে ছুরিকাঘাত করা হয়েছে।
বৃহস্পতিবার মহানগরীর ভদ্রা এলাকায় এ ঘটনা ঘটে। মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গুরুতর আহত অবস্থায় তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। কারা ঘটনা ঘটিয়েছে, তা জানার চেষ্টা করছি। আসলাম গ্রুপের সাথে একটা প্রোগ্রামে কিছু গ্যাঞ্জাম হয়েছিল। তারা করেছে নাকি সেটা খোঁজখবর নেওয়া হচ্ছে।
এদিকে, বিএনপির তৃণমূল নেতাকর্মী বজলুর হক মন্টুর সুস্থতা কামনা করেছেন। ইতোমধ্যে তাকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন তারা। তবে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। তবে ওই বিএনপি নেতা পুরোপুরি শঙ্কামুক্ত নন বলে চিকিৎসকরা জানিয়েছেন।
এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মেহেদি মাসুদ বলেন, ঘটনাস্থলে ফোর্স পাঠিয়ে খোঁজখবর নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
(ঢাকা টাইমস/২২নভেম্বর/এসএ)
মন্তব্য করুন