এক যুগ পরে দেশে ফিরলেন বিএনপি নেতা সেলিম রেজা

ঝালকাঠি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ নভেম্বর ২০২৪, ২১:৪০
অ- অ+

দীর্ঘ এক যুগ পরে দেশে ফিরেছেন নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা।

শুক্রবার দুপুরে তিনি ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের কাঠিপাড়া গ্রামের বাড়িতে পেঁছান। এ সময় দলীয় নেতা-কর্মী ও এলাবাসীর ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন তিনি।

স্থনীয়দের সঙ্গে কুশল বিনিময় শেষে মায়ের কবর জিয়ারত শেষে মিলাদে অংশ নেন সেলিম রেজা। কর্নেল মোস্তাফিজুর রহমানসহ স্থানীয় শত শত মানুষ এতে উপস্থিত ছিলেন।

নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি সেলিম রেজা বলেন, ‘দীর্ঘ ১২ বছর আমি দেশে আসতে পারিনি। এই সময়ের মধ্যে আমার মা মারা গেছেন, তার মৃতদেহও দেখতে পারিনি। ফেসিস্ট আওয়ামী লীগ সরকার হটানো এবং দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার জন্য বিদেশে আন্দোলন করেছি।’

দেশে বাকস্বাধীনতা ছিল না, শেখ হাসিনার গুম-খুনের বিরুদ্ধে কেউ কথা বললে তাকে নির্যাতন করা হতো- এ কথা উল্লেখ করে সেলিম রেজা বলেন, ‘আমরা বিদেশে বসে এর বিরুদ্ধে জনমত গঠন করেছি। ছাত্র-জনতার আন্দোলনের ফলে আজ আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতা আমাদের ধরে রাখতে হবে।’

সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনার তাগিদ দিয়ে সেলিম রেজা বলেন, ‘তারেক রহমান হবেন এ দেশের আগামী দিনের প্রধানমন্ত্রী।’

(ঢাকাটাইমস/২২নভেম্বর/মোআ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মঠবাড়িয়ায় প্রভাবশালীদের দখলে খাল, শত শত স্থাপনায় রুদ্ধ পানিপ্রবাহ
ঢাকার জলাধার পুনরুদ্ধারে আন্তর্জাতিক সহায়তা চেয়েছে বাংলাদেশ
রেকর্ড জুটির পরও আয়ারল্যান্ডের কাছে বাংলাদেশের হার, যা বলছেন জাহানারা 
লেবানন থেকে দেশে ফিরলেন আরও ১০৫ বাংলাদেশি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা