রাজবাড়ীতে সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ নভেম্বর ২০২৪, ১৪:০৭| আপডেট : ২৩ নভেম্বর ২০২৪, ১৪:১৩
অ- অ+

ছাত্রদল নেতাকে অপহরণের পর নির্যাতন করে হত্যাচেষ্টা ও চাঁদাবাজির মামলায় রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

শুক্রবার দিবাগত রাত ১টার দিকে কালুখালী উপজেলার বোয়ালিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, গত ২৫ আগস্ট রাজবাড়ীর বালিয়াকান্দি আমলী আদালতে সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিম, তার ছেলে আশিক মাহমুদ মিতুল হাকিম ও আবুল কালাম আজাদসহ ১৩ জনের নামে মামলা করা হয়। এছাড়া এ মামলায় অজ্ঞাতনামা আরও তিনজনকে আসামি করা হয়।

মামলাটি করেন জিয়া স্মৃতি পাঠাগার কেন্দ্রীয় কমিটির সদস‌্য ও জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক বালিয়াকান্দি উপজেলার বিলধামু গ্রামের আব্দুল মালেকের ছেলে তুহিনুর রহমান।

মামলায় তাকে অপহরণের পর নির্যাতন করে হত্যাচেষ্টা ও চাঁদাবাজির অভিযোগ আনা হয়।

মামলাটি আদালতের বিচারক মৌসুমী সাহা আমলে নিয়ে বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এফআইআর হিসেবে গ্রহণ করার নির্দেশ দেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১২ জানুয়ারি তুহিনকে তৎকালীন রাজবাড়ী-২ আসনের এমপি ও সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমের নির্দেশে মামলার অন‌্য আসামিরা অস্ত্রের মুখে জিম্মি করে একটি মাইক্রোবাসে অপহরণ করে। পরে নায়েব আলীর বাড়ির একটি নির্জন কক্ষে নিয়ে বালিয়াকান্দি থানার সাবেক ওসি আবু সামা মো. ইকবাল হায়াতসহ অন‌্যদের সহায়তায় তুহিনের পা উল্টা করে ঝুলিয়ে নির্যাতন চালিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে মেরে মেরুদণ্ডের হাড় ভেঙে ফেলার পাশাপাশি বৈদ্যুতিক শক দেওয়া হয়। পরে ৫ লাখ টাকা চাঁদা দিলে তাকে পেন্ডিং মামলায় চালান দেয়া হয়।

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন বলেন, ‘তুহিনুর রহমানের দায়ের করা মামলায় ৭ নম্বর আসামি আবুল কালাম আজাদ। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে কালুখালী উপজেলার বোয়ালিয়া এলাকার মেয়ের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার তাকে আদালতে সোপর্দ করা হবে।’

(ঢাকা টাইমস/২৩নভেম্বর/এসএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মালয়েশিয়ায় ইয়ুথ লিডারশিপ সামিটে পিরোজপুর বিশ্ববিদ্যালয়ের নাওমি নাওয়ার
চমক দিয়ে একসঙ্গে তিন সিরিজের দল ঘোষণা পাকিস্তানের
সামরিক আইন জারি করায় অভিশংসনের মুখে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট
রুশ চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত ইরানি শর্ট অ্যানিমেশন 'বিয়িং টেন'
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা