আলফাডাঙ্গায় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী
ফরিদপুরের আলফাডাঙ্গায় উপজেলা পর্যায়ে জাতীয় শিশু কিশোর ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় আলফাডাঙ্গা ইসলামী ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে এই প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।
জাতীয় শিশু কিশোর ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানে পবিত্র কোরআনের খতমে সবক অনুষ্ঠিত হয়।
( ইফা) ফরিদপুর-এর উপ-পরিচালক মোহাম্মাদ ইয়াসিন মোল্যার সভাপতিত্বে ও এম সি আলফাডাঙ্গা তামিম আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমীন ইয়াছমিন।
অনুষ্ঠানে বক্তারা তাদের আলোচনায় কোরআন পড়ার গুরুত্ব তুলে ধরেন। সেই সাথে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের উন্নতি রাজস্ব খাতে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বানও জানান।
অতিথিরা তাদের বক্তব্যে আরও বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যত। কোরআন শিক্ষার মাধ্যমে তাদের জীবন সুন্দর ও সুশৃঙ্খল ভাবে গড়ে তুলতে হবে। কুরআনি আদর্শের একজন মানুষ কখনোই দুর্নীতি করতে পারে না, সমাজে অশান্তি তৈরি করতে পারে না।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- মো. রাসেল ফিল্ড অফিসার ফরিদপুর জেলা কার্যালয়, ইকবাল হেসেন ফিল্ড সুপারভাইজার, আলফাডাঙ্গা। ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে বিজয়ী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
(ঢাকাটাইমস/২৭নভেম্বর/এজে)
মন্তব্য করুন