আলফাডাঙ্গায় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

আলফাডাঙ্গা ফরিদপুর প্রতিনিধি
  প্রকাশিত : ২৭ নভেম্বর ২০২৪, ১১:৩০
অ- অ+

ফরিদপুরের আলফাডাঙ্গায় উপজেলা পর্যায়ে জাতীয় শিশু কিশোর ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় আলফাডাঙ্গা ইসলামী ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে এই প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।

জাতীয় শিশু কিশোর ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানে পবিত্র কোরআনের খতমে সবক অনুষ্ঠিত হয়।

( ইফা) ফরিদপুর-এর উপ-পরিচালক মোহাম্মাদ ইয়াসিন মোল্যার সভাপতিত্বে ও এম সি আলফাডাঙ্গা তামিম আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমীন ইয়াছমিন।

অনুষ্ঠানে বক্তারা তাদের আলোচনায় কোরআন পড়ার গুরুত্ব তুলে ধরেন। সেই সাথে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের উন্নতি রাজস্ব খাতে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বানও জানান।

অতিথিরা তাদের বক্তব্যে আরও বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যত। কোরআন শিক্ষার মাধ্যমে তাদের জীবন সুন্দর ও সুশৃঙ্খল ভাবে গড়ে তুলতে হবে। কুরআনি আদর্শের একজন মানুষ কখনোই দুর্নীতি করতে পারে না, সমাজে অশান্তি তৈরি করতে পারে না।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- মো. রাসেল ফিল্ড অফিসার ফরিদপুর জেলা কার্যালয়, ইকবাল হেসেন ফিল্ড সুপারভাইজার, আলফাডাঙ্গা। ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে বিজয়ী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

(ঢাকাটাইমস/২৭নভেম্বর/এজে)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্বৈরাচার বিদায় হলেও ফ্যাসিবাদের প্রেতাত্মারা এখনো দেশে বিরাজমান: টুকু
মঠবাড়িয়ায় প্রভাবশালীদের দখলে খাল, শত শত স্থাপনায় রুদ্ধ পানিপ্রবাহ
ঢাকার জলাধার পুনরুদ্ধারে আন্তর্জাতিক সহায়তা চেয়েছে বাংলাদেশ
রেকর্ড জুটির পরও আয়ারল্যান্ডের কাছে বাংলাদেশের হার, যা বলছেন জাহানারা 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা