রাজবাড়ীতে মাদক ও হত্যাচেষ্টা মামলায় সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ মে ২০২৫, ১৭:৪০
অ- অ+

রাজবাড়ীতে পৃথক দুই অভিযান চালিয়ে মাদক ও হত্যাচেষ্টা মামলায় সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন— জিলাল শেখ (৪৫) ও অনিক (৩০)।

রবিবার রাজবাড়ীর জৌকুড়া ও রেলস্টেশন এলাকা থেকে র‍্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা তাদের গ্রেপ্তার করে।

এদিন দুপুরে র‍্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এসএম হাসান সিদ্দিকী গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় রাজবাড়ী সদর থানার জৌকুড়া এলাকায় একটি অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামি মো. জিলাল শেখকে গ্রেপ্তার করা হয়। অপর এক অভিযানে আজ সকালে রাজবাড়ী রেলওয়ে স্টেশন এলাকা থেকে রাজবাড়ী সদর থানার মামলায় ৫ বছর ৬ মাসের সাজা পরোয়ানাভুক্ত আসামি অনিককে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

(ঢাকা টাইমস/০৪মে/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা