প্রতিবন্ধী জনগোষ্ঠীর উন্নয়নে টাঙ্গাইল সেবাকেন্দ্রে পরিদর্শন টিম

টাঙ্গাইল প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ মে ২০২৫, ২০:৪৪
অ- অ+

প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে তথ্যভিত্তিক পরিকল্পনা গ্রহণের লক্ষ্যে বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন ট্রাস্ট (বিডিডিটি) পরিচালিত Collaboration LAB Project-এর আওতায় সারাদেশের প্রতিবন্ধী সেবা কেন্দ্রগুলোর ডাটা সংগ্রহ কার্যক্রম চলছে। এরই অংশ হিসেবে সম্প্রতি টাঙ্গাইল প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন করেছেন কেন্দ্রীয় কার্যালয়ের প্রতিনিধিদল।

প্রতিনিধিদলে ছিলেন প্রজেক্ট কোঅর্ডিনেটর (বিডিডিটি) শবনম ফেরদৌসী। প্রতিনিধিদলকে সার্বিক সহযোগিতা করেন

ডা. মো. জামালুল করীম, কনসালট্যান্ট (ফিজিওথেরাপি)।

পরিদর্শন শেষে শবনম ফেরদৌসী বলেন, ‘দেশের ৩২টি জেলা পরিদর্শন করে প্রতিবন্ধী সেবাকেন্দ্রগুলোর বাস্তব অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। কোথায় কী ঘাটতি রয়েছে এবং কোন কোন বিষয়ে উন্নয়ন দরকার, তা নির্ধারণ করে একটি কেন্দ্রীয় ডাটাবেইজ প্রস্তুত করছি আমরা। ভবিষ্যতে এই তথ্যের ভিত্তিতে জাতীয় পর্যায়ে পরিকল্পনা ও উন্নয়ন কার্যক্রম হাতে নেওয়া হবে।’

সংশ্লিষ্টরা বলছেন, এই পরিদর্শন কর্মসূচি প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে জাতীয় পর্যায়ে আধুনিকায়ন, সেবার বিস্তার এবং নীতিগত পরিকল্পনা তৈরির পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

(ঢাকা টাইমস/৩০মে/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কারামুক্ত হলেন গান বাংলার তাপস
যেদিন হাসিনা পালিয়েছেন, সেদিনই আওয়ামী লীগ বিলুপ্ত: রাশেদ খান 
হবিগঞ্জে বিজিবির অভিযানে ১১ লাখ টাকার মালামাল ও যানবাহন আটক
ঝিনাইদহে লাটা হাম্বার ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা