সাবেক এমপি ফজলে করিমকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ এপ্রিল ২০২৫, ১৫:৪১| আপডেট : ০৮ এপ্রিল ২০২৫, ১৫:৫৪
অ- অ+

জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে চট্টগ্রামে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরীকে ১৬ এপ্রিল জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মঙ্গলবার প্রসিকিউশনের আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. গোলাম মূর্তজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন।

ট্রাইব্যুনালে আজ শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ও প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন। এ সময় প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদসহ অন্য প্রসিকিউটররা উপস্থিত ছিলেন।

গত ২৫ মার্চ মানবতাবিরোধী অপরাধের এই মামলায় সাবেক মেয়র আ জ ম নাসির উদ্দিনসহ ১৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই মামলার দুই আসামি ফজলে করিম চৌধুরী ও যুবলীগ নেতা মোহাম্মদ ফিরোজকে আজ সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

একপর্যায়ে শুনানি শুরু হলে চিফ প্রসিকিউটর আসামি ফিরোজকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আবেদন করলে ট্রাইব্যুনাল সে আবেদন মঞ্জুর করেন। এছাড়া চট্টগ্রামে মানবতাবিরোধী অপরাধের মামলায় ফজলে করিমের সম্পৃক্ততা পাওয়া গেছে উল্লেখ করে চিফ প্রসিকিউটর তাকে এক দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি চাইলে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করেন।

অন্যদিকে ফজলে করিমের জামিন চেয়ে তার আইনজীবী ব্যারিস্টার আব্দুল কাইয়ুম লিটন আবেদন করলে আগামী ২০ এপ্রিল সে জামিন আবেদন শুনানির জন্য দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।

(ঢাকাটাইমস/৮এপ্রিল/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের পর বিমানের কার্গো সক্ষমতা বৃদ্ধি বাংলাদেশের
পূর্ব রাজাবাজারে রাস্তা প্রশস্তকরণের লক্ষ্যে এলাকাবাসীর সঙ্গে রাজউক চেয়ারম্যানের মতবিনিময়
চীনের বিশেষ হাসপাতাল ঠাকুরগাঁওয়ে স্থাপনের দাবিতে ঢাকায় মানববন্ধন
তিন দিনের ব্যবধানে ফের বাড়ল সোনার দাম  
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা